বাংলাহান্ট ডেস্ক : দেখতে দেখতে কেটে গিয়েছে ছয় মাস। অন্যান্য সিরিয়াল (Serial) গুলির তুলনায় বেশি সময় ধরে হচ্ছে সম্প্রচার। তবুও টিআরপি কহতব্য নয়। নতুন বছরের শুরুতেই জি বাংলার সিরিয়ালের (Serial) শেষ হওয়ার গুঞ্জন তুঙ্গে। নতুন মেগাদের জায়গা করে দিতে নাকি শেষ হতে বসেছে এই ধারাবাহিক।
শেষ হওয়ার জল্পনা এই সিরিয়ালের (Serial)
কথা হচ্ছে ‘মালাবদল’ এর। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই সিরিয়ালের (Serial) শেষ হওয়ার খবর। আসলে ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শক মনে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। তার প্রমাণ দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেই। ৪৫ মিনিটের সম্প্রচার সময় নিয়েও চলতি সপ্তাহে এই সিরিয়ালের (Serial) ঝুলিতে উঠেছে মোটে ২.৭ টিআরপি। কিন্তু শেষ হওয়ার গুঞ্জন নিয়ে কী জানালেন অভিনেত্রী ঋতু পাইন?
কী বললেন নায়িকা: মালা বদল সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্র ঘটক দিদি ওরফে দিতির ভূমিকায় অভিনয় করছেন ঋতু। ধারাবাহিক কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে? প্রশ্ন শুনেই রীতিমতো হতবাক হয়ে যান তিনি। হিন্দুস্তান টাইমস বাংলাকে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, মালাবদল বন্ধ হচ্ছে এমন কোনও খবর তাঁর কাছে নেই। অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের পাশে থাকতে। এখনো অনেক গল্প বলা বাকি।
আরো পড়ুন : ‘খুব ভয় পেয়ে গিয়েছিলাম’, প্রথম দেখাতেই যা কাণ্ড করেছিলেন দিতিপ্রিয়া… ঘাবড়ে যান প্রেমিক!
টিআরপি নিয়ে চিন্তিত নন: তবে টিআরপি কম থাকলেও তা নিয়ে বিশেষ বিচলিত নন ঋতু। বরং খানিক বিরক্ত হয়েই তিনি জানান, তাঁর কাছে টিআরপি ম্যাটার করে না। প্রতিদিন তাঁরা সেটে আসেন। নিজেদের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেন। টিআরপি নিয়ে চিন্তিত নন তিনি।
আরো পড়ুন : শান্তিতে থাকতে দেবে না চিন! HMPV-র পর ঘুম ওড়াল নয়া ভাইরাস, মৃত্যু ৬০০ জনের
উল্লেখ্য, আগামীতে দু দুটি নতুন সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষা রয়েছে জি বাংলায়। দিতিপ্রিয়া জিতু জুটির ‘তোমাকে ভালোবেসে’ ছাড়াও দীপান্বিতা অয়ন জুটির আরো একটি সিরিয়াল শুরু হওয়ার কথা রয়েছে। এমতাবস্থায় কম টিআরপি থাকায় মালাবদল এর উপরে কোপ পড়লেও পড়তে পারে বলেই মনে করছেন অনেকে। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে।