আট মাসে দুবার স্লট বদল, তবুও ধরা দিল না TRP, এইদিনই অন্তিম সম্প্রচার জি বাংলার মেগার!

বাংলাহান্ট ডেস্ক : সব চ্যানেলে একগুচ্ছ সিরিয়ালের (Serial) ভিড়ে টিআরপি ধরে রাখাটা একটা চ্যালেঞ্জের বিষয়। এর মাঝেই বেশ কিছু চ্যানেলে কিছু সময় অন্তর অন্তর কোনো না কোনো ধারাবাহিক বন্ধের খবর পাওয়া যাচ্ছে। আগের মেগা সিরিয়ালের (Serial) ধারা মেনে এখনো কিছু ধারাবাহিক কয়েক বছর ধরে সম্প্রচারিত হচ্ছে বটে, তবে তা একেবারেই হাতে গোনা। অধিকাংশ ধারাবাহিকই টিআরপি কমলে শেষ করে দেওয়া হচ্ছে মাত্র কয়েক মাসে।

টিআরপি কমে যাচ্ছে সিরিয়ালের (Serial)

নতুন পুরনো সিরিয়াল (Serial) নির্বিশেষে কমছে টিআরপি। দর্শকদের আগ্রহ কমতেই হু হু করে নম্বর কমছে বিভিন্ন ধারাবাহিকের। সেরা পাঁচে থাকা সিরিয়াল হঠাৎ করেই নেমে আসছে টিআরপি তালিকার নীচে। এমতাবস্থায় স্লট বদল হচ্ছে কিছু সিরিয়ালের (Serial)। তবে নতুন স্লটেও টিআরপি বদল না হলে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক।

This zee bangla serial reportedly ending in day

স্লট বদলেছে একাধিক মেগার: সাম্প্রতিক সময়ে জি বাংলার বেশ কিছু ধারাবাহিক (Serial) শেষ হয়ে গিয়েছে। দুগ্গামণি ও বাঘমামার জন্য মিঠিঝোরাকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাত সোয়া দশটায়। শেষ হয়েছে মালা বদল। অন্যদিকে চলতি সপ্তাহে জোড়া সিরিয়াল (Serial) শুরু হয়েছে। আর তার জেরেই সন্ধ্যা সাড়ে ছটার স্লটের আনন্দীকে সটান এক ঘন্টা এগিয়ে পাঠানো হয়েছে সাড়ে পাঁচটায়।

আরো পড়ুন : সুরের জাদুতে তুড়িতে বদলে দেন মাঠের পরিবেশ, IPL উদ্বোধনীতে কত পারিশ্রমিক নিলেন শ্রেয়া?

টিআরপিতে নড়চড় নেই: এদিকে আনন্দী সাড়ে পাঁচটার স্লটটি দখল করতে অমর সঙ্গীকে (Serial) ফিরে যেতে হয়েছে দুপুরের স্লটে। দুপুরের স্লটেই শুরু হয়েছিল ধারাবাহিকটি। কিন্তু দর্শক টানেনি একেবারেই। প্রথম থেকেই টিআরপিতে পিছিয়ে থেকেছে সিরিয়ালটি (Serial)। আর তার জন্যই স্লট বদলে বিকেলে আনা হয়েছিল অমর সঙ্গীকে। কিন্তু কয়েক মাসের মধ্যেই আবারও দুপুরের স্লটে পাঠানো হয় সিরিয়াল টিকে।

আরো পড়ুন : ভারতের খ্যাতনামা শিল্পপতি, কিন্তু বলিউডে চলেনি ভাগ্য, মুখ থুবড়ে পড়েছিল রতন টাটার প্রযোজিত ছবি!

দু বার স্লট বদলেও কোনো পরিবর্তন দেখা যায়নি টিআরপিতে। শোনা যাচ্ছে, সেই কারণেই এবার সিরিয়ালটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এর আগে একাধিক বার এই সিরিয়াল (Serial) শেষের গুঞ্জন ছড়িয়েছে। তবে বন্ধ হয়নি ধারাবাহিক। যদিও টেলিপাড়ার সাম্প্রতিক গুঞ্জন বলছে, চলতি মাসের শেষেই বন্ধ হতে পারে অমর সঙ্গী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর