হয়ে গেল শেষ দিনের শুটিং, মাত্র ৫ মাসেই পথচলা থামছে জি এর মেগার!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক সিরিয়াল (Serial) বন্ধের খবরে মন খারাপ দর্শকদের। নিত্যনতুন ধারাবাহিক শুরুর সঙ্গে সঙ্গে পরপর পুরনো মেগাও শেষ হতে চলেছে। ইতিমধ্যেই একাধিক চ্যানেলে বেশ কয়েকটি সিরিয়ালে (Serial) পাকাপাকি ভাবে দাঁড়ি পড়েছে। আগামীতেও আরো কয়েকটি ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

ফের আরেকটি সিরিয়াল (Serial) বন্ধের খবর

শুধু যে টিআরপির অভাবে পুরনো সিরিয়াল (Serial) গুলি শেষ হচ্ছে তা কিন্তু নয়। অনেক সময় নতুন ধারাবাহিকের উপরেও কোপ পড়ে। কম টিআরপি সিরিয়াল (Serial) শেষের অন্যতম কারণ হলেও কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে ভালো নম্বর তোলা সত্ত্বেও অদ্ভুত ভাবে ইতি টানা হয় গল্পে। উপরন্তু এখন তো মাত্র কয়েক মাস যেতে না যেতেই শেষের মুখে এগিয়ে যাচ্ছে অনেক সিরিয়াল।

This zee bangla serial reportedly ending

শেষ শুটিংও সারা: সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল, স্টার জলসার একটি সিরিয়াল (Serial) বন্ধ হচ্ছে মাত্র ৫ মাসে। এবার জি এর ক্ষেত্রেও জোরালো হল একই রকম জল্পনা। মাত্র ৫ মাসেই নাকি শেষ হয়ে যেতে বসেছে জনপ্রিয়তা সিরিয়ালটি (Serial)। এমনকি ইতিমধ্যেই সিরিয়ালের টিম শেষ শুটিংও করে ফেলেছে বলে খবর।

আরো পড়ুন : মাত্র একটা শটেই রেকর্ড! প্রোমোতেই বড় দাঁও মারল জি এর সিরিয়ালের প্রোডাকশন

কেন এমন সিদ্ধান্ত: গত সেপ্টেম্বর মাসে সম্প্রচার শুরু হয়েছিল আনন্দী’র র(Serial)। ডাক্তার আদিদেব এবং নার্স আনন্দীর গল্প খুব কম সময়ের মধ্যেই দর্শক টেনেছিল। টিআরপিতে একটু পিছিয়ে থাকলেও আদি আনন্দীর জুটি বেশ মনে ধরেছিল দর্শকও। কিন্তু হঠাৎ করেই কাটল তাল। হঠাৎ করেই নাকি সিরিয়ালটি (Serial) বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

আরো পড়ুন : নায়ক নায়িকা ছাড়াই শুটিং! নতুন যুগ শুরু হচ্ছে বাংলা সিরিয়ালে, কী প্রভাব পড়বে TRP-তে?

গুঞ্জন বলছে, টিআরপি কমে যাওয়াতেই নাকি আচমকা বন্ধ হচ্ছে আনন্দী। তার জায়গায় শুরু হবে নতুন কোনো মেগা। ইতিমধ্যেই শেষ শুটিংও হয়ে গিয়েছে বলেও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কলাকুশলীরা বা সিরিয়াল নির্মাতারা। আদৌ এ খবর সত্যি নাকি স্রেফ গুজব তা স্পষ্ট নয় এখনো।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X