ফের চাকরির আবেদন করতে পারবেন অনুত্তীর্ণরা, টেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্ক : বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। ২০১৪ ও ২০১৭ সালের টেট ‘অনুত্তীর্ণ’ লক্ষাধিক প্রার্থী (TET) প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ায় সুযোগ দিল কলকাতা উচ্চ আদালত (Calcutta High Court)। গতকালই ২১ জন অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীর করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তাঁরা আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। টেটে নিয়োগ নিয়ে হাইকোর্টের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

হাইকোর্ট এদিন জানায়, ২০১৪ সাল ও ২০১৭ সালের টেটের ‘সংরক্ষিত’ বিভাগের যাঁরা ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছেন তাঁরা আবেদন করতে পারবেন। পরিসংখ্যান বলছে, এই ‘সংরক্ষিত’ বিভাগে প্রার্থীর সংখ্যা প্রায় লক্ষাধিক। শুক্রবার আদালত জানিয়ে দেয়, সবাইকে সুযোগ দিতে হবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য।

এদিন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) বলেন, ‘সংরক্ষিত’ বিভাগের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রত্যেকেই ফর্ম ফিলআপ করতে পারবেন। ২০২২ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার পরই ২১ জন মামলা দায়ের করেন। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত নম্বর পাওয়ার পরেও তাঁদের অনুত্তীর্ণ দেখানো হয়েছে। ফলে তাঁরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। এই মামলার রায়েঔ সকলকে পরীক্ষায় বসার অনুমতি দিল আদালত

সম্প্রতি, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। শূন্যপদের সংখ্যা প্রায় এগারো হাজারেরও বেশি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, এবং যাঁদের বয়স চল্লিশের নীচে তাঁরা ২০২২ সালের টেট নিয়োগে অংশ নিতে পারবেন।


Sudipto

সম্পর্কিত খবর