বাংলা হান্ট ডেস্কঃ শুধু ভারতই (India) নয়, গোটা বিশ্বই করোনা মহামারীর বিরুদ্ধে মোকাবিলা করে চলেছে। যদিও সবার ধারণা যে, আগামী কিছুদিন অথবা মাস খানেকের মধ্যেই সবাই করোনা টিকা পেয়ে যাবেন। আরেকদিকে ব্রিটেন সরকার ফাইজার করোনার টিকাকরণ শুরু করে দিয়েছে। নিউইউর্ক পোস্ট জানাচ্ছে যে, রাশিয়ান আধিকারিকরা স্পুটনিক ভ্যাকসিন নেওয়ার দুই মাস মদের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছে।
নিউইউর্ক পোস্ট রাশিয়ার উপপ্রধান মন্ত্রীর সুত্র থেকে জানায় যে, ‘স্পুটনিক V করোনার ভ্যাকসিনের ডোজ নেওয়ার পর প্রথম ৪২ দিন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।” রাশিয়ার উপপ্রধানমন্ত্রী TASS নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ‘রাশিয়ানদের ভিড় এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে হবে, ফেস মাস্ক পরতে হবে, স্যানিটাইজারের ব্যবহার করতে হবে, যোগাযোগ কম রাখতে হবে আর মদ খাওয়া থেকে দুমাস বিরত থাকতে হবে।”
বিশ্ব স্বাস্থ্য সংগঠন অনুযায়ী, রাশিয়া বিশ্বে মদের চতুর্থ সর্ববৃহৎ চাহিদার দেশ। একজন রাশিয়ান ব্যাক্তি এক বছরে ১৫.১ লিটার মদ পান করে। রাশিয়ার স্বাস্থ্য আধিকারিক অনুযায়ী, দেশের ১ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। রাশিয়া মস্কোয় গত সপ্তাহ থেকে টিকাকরণ শুরু করে।
রাশিয়ার স্বাস্থ্য আধিকারিক জানান, স্পুটনিক টিকা ৯০ শতাংশ বেশি প্রভাবি, রিপোর্টে বলা হয়েছে যে টিকা নেওয়ার পর চিকিৎসাকর্মীদের মধ্যে করোনার প্রবণতা কমেছে। নিউইউর্ক পোস্ট জানিয়েছে যে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন করোনার টিকা নেবেন না বলে জানিয়েছেন।