যারা কাজ করে তাদেরই ভুল হয়, রাজনীতি বন্ধ করুন: মোদী সরকারকে বার্তা মমতা ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ COVIED-19 নিয়ে সারা বিশ্ব তোলপাড়। এই মোকাবিলায় এগিয়ে এসেছে সবাই। “এই পরিস্থিতিতে রাজনীতি করা বন্ধ করুন। এটা রাজনীতি করার সময় নয়।” নবান্নে সাংবাদিক বৈঠকে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে পুরোপুরি সাহায্য মিলছে না বলে ক্ষোভ উগরে দেন।

 

corona 7
মুখ্যমন্ত্রী বলেন, “করোনা মোকাবিলায় রাজ্য সর্বোতভাবে কাজ করার চেষ্টা করছে। কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়। যারা কাজ করে তাদেরই ভুল হয়। জল তুলতে গেলে এক মগ জল পড়ে যেতেই পারে, তা নিয়ে দোষ ধরলে চলবে না।”
তিনি জানান, এই পরিস্থিতিতে রাজ্য রেশন (ration) পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। গোটা রাজ্য ক্ষতির মুখে, তারপরও রাজ্য আগামী ২ মাসের পেনশন দিচ্ছে, বেতন ঠিকভাবে দেওয়ার চেষ্টা করছে। কলকাতা পুলিসের ভূয়সী প্রশংসা করেন তিনি। কলকাতা পুলিস প্রত্যেকদিন ৫০ (50) ইউনিট রক্ত দিচ্ছে।
আইনশৃঙ্খলার পাশাপাশি রক্তসঙ্কট মেটাতে কলকাতা পুলিস যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার কৃতিত্ব স্বীকার করেন মুখ্যমন্ত্রী(Chief Minister)। তিনি বলেন, “বাংলা পুলিসের এই ভূমিকা মডেল।”

corona 5

“এই পরিস্থিতিতে রাজনীতি করা বন্ধ করুন। এটা রাজনীতি (Politics) করার সময় নয়।” নবান্নে সাংবাদিক বৈঠকে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে পুরোপুরি সাহায্য মিলছে না বলে ক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রী বলেন, “করোনা মোকাবিলায় রাজ্য সর্বোতভাবে কাজ করার চেষ্টা করছে। কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়। যারা কাজ করে তাদেরই ভুল হয়। জল তুলতে গেলে এক মগ জল পড়ে যেতেই পারে, তা নিয়ে দোষ ধরলে চলবে না।”

outbreak coronavirus world 1024x506px

তিনি জানান, এই পরিস্থিতিতে রাজ্য রেশন পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। গোটা রাজ্য ক্ষতির মুখে, তারপরও রাজ্য আগামী ২ মাসের পেনশন দিচ্ছে, বেতন ঠিকভাবে দেওয়ার চেষ্টা করছে। কলকাতা পুলিসের ভূয়সী প্রশংসা করেন তিনি। কলকাতা পুলিস প্রত্যেকদিন ৫০ ইউনিট রক্ত দিচ্ছে।
আইনশৃঙ্খলার পাশাপাশি রক্তসঙ্কট মেটাতে কলকাতা পুলিস যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার কৃতিত্ব স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলা পুলিসের এই ভূমিকা মডেল।”

corona index 2003171712

লকডাউন (lockdown) মানার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেন তিনি। আর একবার বলেন, “ঘরের বাইরে অযথা কেউ বেরোবেন না। ঘরে থাকুন। ঘরই আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। বাজার করতে গিয়ে দূরত্ব বজায় রাখুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।” রাজ্যবাসীর মনের জোর বাড়াতে মুখ্যমন্ত্রী বলেন, “ভয় পাবেন না। করোনার বিরুদ্ধে আমরা জিতবই। এর আগে আরও অনেক কঠিন লড়াইয়ে আমরা জিতেছি। এটাতেও জিতব।”

সম্পর্কিত খবর