বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে, যেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলছে তারা। টেস্ট সিরিজের পর ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে হবে। ১৯, ২১ ও ২৩ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ান ডে সিরিজের ম্যাচগুলো। একদিনের সিরিজের দলও গত বছরের শেষদিকে ঘোষণা করেছে বিসিসিআই। নির্বাচকরা আবারও তাদের এক সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছেন। আইপিএলের পর ভারতীয় দলের হয়েও নিজের যোগ্যতা প্রমাণ করার পরেও দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাননি হর্ষল প্যাটেল।
গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া ফাস্ট বোলার হর্ষল প্যাটেলকে ভারতীয় দল থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ দেওয়া হবে এটা অনেকেই আশা করেননি। গত আইপিএলে রেকর্ড গড়ে ৩২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখল করার পরেও তাকে ধরে রাখেনি আরসিবি। যদিও নিলামে নিশ্চিতভাবেই দল পেয়ে যাবেন তিনি।
হর্ষল ১৯ শে নভেম্বর ২০২১ এবং ২১ শে নভেম্বর ২০২১ তারিখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। এই দুটি টি টোয়েন্টি ম্যাচে মিলিয়ে হর্ষল ৪ উইকেট নিতে পেরেছিলেন। রাঁচিতে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, হর্ষল প্যাটেল তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। কিন্তু তা সত্ত্বেও ৩১ শে ডিসেম্বর যখন নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের জন্য ভারতীয় ঘোষণা করেছিলেন, তখন তার নাম বিবেচনা করা হয়নি।
হর্ষল প্যাটেল যদি এই সিদ্ধান্তের পরে হতাশ বোধ করেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাকে উপেক্ষা করে নির্বাচকরা ভুবনেশ্বর কুমারকে সুযোগ দিয়েছেন, যিনি একেবারেই নিজের সেরা ফর্মে নেই। তবে দক্ষিণ আফ্রিকা সফরে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন তিনি।