মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কোনোমতেই তিনি বনধ কে সমর্থন করতে পারেননা। তিনি হতে পারেন CAA বিরোধী কিন্তু তা বলে তো বনধ করে কোনো পরিস্থিতি পাল্টানো যায়না বলে জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। বাম নেতৃত্ব আগামী ৮ ই জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেন। তারা বলেন মমতা এন আর সি র বিরুদ্ধে এত যে কথা বলছেন তিনি যদি সত্যিই এন আর সি বিরোধী হন তাহলে তাদের সাথে যেনো ধর্মঘট সফল করেন। এরই পরিপ্রেক্ষিতে মমতা এদিন বলেন বনধের ইস্যু সর্মথন করলেও কোনোভাবেই বনধ কে সমর্থন করা যাবেনা।
মমতার এদিন পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন কোনোভাবেই যেনো বনধ সফল না হয়। বনধের দিন পরিস্থিতি যাতে একেবারে স্বাভাবিক থাকে। রাস্তায় কোনো মানুষের যেনো কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি দিতে বলেছেন তিনি।
তিনি এদিন বলেন বনধ যে ইস্যুতেই হোক বনধ করে কোনোকিছুর মীমাংসা করা যায়না। বরং সাধারণ মানুষের হয়রানি হয়। যে দলই বনধ ডাকুক না কেনো বনধ কে সমর্থন করা যাবেনা। বনধ না করে আমরা ত মিটিং মিছিল করছি। ওরাও তাই করুক বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন এও বলেন এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তার মধ্যে বনধ হলে অনেক ক্ষতি হবে।এক দিন বনধ মানে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হওয়া। আমরা তাই ক্ষমতায় আসার পর বনধ হতে দেয়নি। বনধের ইস্যু যতই নায্য হোক আমরা কোনোদিনও বনধ এর পক্ষে থাকবনা। তাই এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে সে ব্যাপারে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।