রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ যে বিশ্বজুড়ে আর্থিক সংকটের তৈরি করেছে তা অনস্বীকার্য। বিশ্ব বাজারে ক্রমশ আতঙ্ক তৈরি করছে এর প্রভাব। ফলে বিনিয়োগকারীরা চরম সমস্যার সম্মুখীন হয়েছে । আর বর্তমানে এর প্রভাব চীনের বাজারেও দেখা যাচ্ছে। সোমবার ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এ ঝং শানশানের অর্থ প্রায় ৫ বিলিয়ন ডলার কমেছে। একই সঙ্গে, টেনসেন্ট হোল্ডিং লিমিটেডের পনি মা 3.3 বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সোমবার চীনের বাজারে পতন দেখা গেছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে রাশিয়া বেজিং-এর সাহায্য চেয়েছিল। তবে বিশ্বের অনেক দেশ রাশিয়ার ওপর আর্থিক ও সামাজিক নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে এই কারণেই বেজিং যদি রাশিয়াকে সাহায্য করে তাহলে তাদের নিষিদ্ধ করা হবে এই আশঙ্কার কারণে চীনের বাজারে ব্যাপক পতন হচ্ছে বলে সকলের মত।
শেয়ার মার্কেটে ধস অব্যাহত। ঝাং শানশানের কোম্পানির শেয়ার ব্যবসায় 9.9% বাজার কমেছে। বিগত কিছু বছরে এটি রেকর্ড পতন। অবশ্য, Zhong Shanshan 60.3 বিলিয়ন ডলারের সাথে এখনো সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। টেনসেন্ট হোল্ডিং লিমিটেডের পনি মার কথা বলতে গেলে 2011 সালের পর সবচেয়ে বড় পতন দেখা গেছে এই কোম্পানিতে। পনি মা বর্তমানে অনেক সমস্যার সম্মুখীন হয়ে চলেছেন।
বিশ্বের সবচেয়ে ধনী 500 ব্যক্তির মধ্যে চীনের 76 জন রয়েছেন এবং তাদের সকলেরই সম্পদের বিশাল ক্ষতি হয়েছে। সূত্রের খবর, জ্যাক মা যিনি একসময় চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি এখন ধনী ব্যক্তিদের তালিকায় চার নম্বরে নেমে গেছেন। ফলে যুদ্ধের প্রভাবে চীন যে কাঁপছে তা বলা যায়।