টুইটারের পর এবার মেটা! ব্যাপক ছাঁটাইয়ের কারণে চলতি সপ্তাহেই চাকরি হারাতে পারেন কয়েক হাজার কর্মী

বাংলা হান্ট ডেস্ক: টুইটারের (Twitter) পর এবার সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের (Facebook) মূল কোম্পানি মেটা (Meta) থেকেও ব্যাপক ছাঁটাইয়ের খবর মিলছে। এই প্রসঙ্গে একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, চলতি সপ্তাহেই মার্ক জুকেরবার্গের কোম্পানিতে ব্যাপক ছাঁটাই হতে চলেছে। ওই রিপোর্ট অনুসারে, মেটাতে আগামী বুধবার অর্থাৎ ৯ নভেম্বর থেকে গণ ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, কোম্পানির হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়ার আওতায় আসবেন। শুধু তাই নয়, মেটা (ফেসবুক)-র ইতিহাসে এই প্রথম এমন ছাঁটাই হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সেপ্টেম্বরের শেষের দিকেই সংস্থাটি বলেছিল যে মেটাতে মোট ৮৭ হাজার কর্মী কাজ করেন।

এই বছর মেটার শেয়ার ৭৩ শতাংশ কমেছে: উল্লেখ্য যে, ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ার চলতি বছরে এখনও পর্যন্ত ৭৩ শতাংশ কমেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই কোম্পানির শেয়ার ২০১৬-র সর্বনিম্ন স্তর থেকে আরও নিচে পৌঁছে S&P 500 সূচকে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের স্টকের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চলতি বছর মেটার শেয়ারের মূল্য প্রায় ৬৭ বিলিয়ন ডলার কমেছে। যা কোম্পানির কাছে একটি বিরাট ধাক্কা।

ছাঁটাইয়ের পরিকল্পনা প্রস্তুত, এবার বাস্তবায়িত করা হবে: মেটাতে ছাঁটাইয়ের প্রসঙ্গে প্রকাশিত রিপোর্টে এখনও পর্যন্ত সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ছাঁটাই বড় পরিসরে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোম্পানির হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

জুকেরবার্গের কোম্পানি একসঙ্গে একাধিক উদ্বেগের সঙ্গে লড়াই করছে: উল্লেখ্য যে, বর্তমানে জুকেরবার্গের কোম্পানি মেটা একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে রয়েছে গ্লোবাল ইকোনমিক গ্রোথের চিন্তা, TikTok থেকে আসা ক্রমবর্ধমান প্রতিযোগিতা, অ্যাপলের প্রাইভেসি নীতিতে পরিবর্তন এবং মেটাভার্সে হওয়া বিপুল ব্যয় ও রেগুলেশন সংক্রান্ত উদ্বেগও সামিল রয়েছে। এই চ্যালেঞ্জগুলি কোম্পানির ত্রৈমাসিক ফলাফলের উপরেও প্রভাব ফেলেছে। পাশাপাশি অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকেও খুব একটা ভালো ফলাফলের অনুমান করা হচ্ছে না।

ইতিমধ্যেই ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন জুকেরবার্গ: মেটার চিফ একজিকিউটিভ অফিসার মার্ক জুকেরবার্গ ইতিমধ্যেই জানিয়েছেন যে, ওই কোম্পানিতে করা বিনিয়োগ ফেরত পেতে এক দশক সময় লাগতে পারে। এমতাবস্থায়, তাঁদের নিয়োগ এবং নতুন প্রকল্প বন্ধ করার পাশাপাশি খরচ কমানোর প্রচেষ্টা নিয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি।

oip 7

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম মেটার মালিকানাধীন রয়েছে: মনে করা হচ্ছে যে, ছাঁটাইয়ের নতুন প্রক্রিয়াটি মেটার জন্য আর্থিক সঙ্কট কমিয়ে দিতে পারে। বর্তমানে মেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সহ বিশ্বের কয়েকটি বৃহত্তম প্ল্যাটফর্মের মালিক। পাশাপাশি, কোম্পানিটি মেটাভার্সের দিকেও খরচ বাড়াচ্ছে। এছাড়া, লোকসান হওয়া সত্ত্বেও এই উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে আশাবাদী রয়েছে মেটা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর