কোহলি সহ ভারতীয় দলকে খুনের হুমকি দিয়ে বিসিসিআই কে ইমেল! গ্রেফতার যুবক।

 

বাংলা হান্ট : ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের ভীষন ব্যস্ততা। তার মাঝেই ভারতীয় দলের ক্রিকেটারদের হত্যার হুমকি দিয়ে ই-মেল পাঠান এক ব্যাক্তি। এর থেকেও আশ্চর্য জনক বিষয় যে ব্যাক্তি নিজে ভারতীয়। অসমের মোরিগাঁওয়ের শান্তিপুর সাহারানপুর এর এক যুবক,নাম ব্রজমোহন ৷ ধৃতের বয়স ১৯ বছর বলে পুলিশ সূত্রে খবর।

IMG 20190823 175809

বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের উদ্দেশেই এমন ইমেল পাঠিয়েছে ওই যুবক বলে তদন্তে জেনেছে পুলিশ ৷ই-মেলে হুমকি পেয়েই বিষয়টা মুম্বই এটিএস-কে জানায় বিসিসিআই ৷ তারপর ই-মেল কে করেছে, তাকে খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি পুলিশের  ব্রজমোহনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) এবং ৫০৯ ধারা ও সেই সঙ্গে সংশোধিত অপরাধ আইনের ৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সম্পর্কিত খবর