বাংলা হান্ট ডেস্ক:পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর এ চলছে নির্যাতন এ নিয়ে আগেই গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এ বৈষম্য দূর করতে এবার,ইউরোপীয় ইউনিয়ন সরাসরি হুমকি দিয়েছেন পাকিস্তানকে।বলেছেন, বৈষম্য দূর করতে কোন পদক্ষেপ না নিলে পাকিস্তানকে ভর্তুকি দেওয়া বন্ধ হবে।
ইউরোপীয় পার্লামেন্ট ৫১ জন সদস্য পাক প্রধানমন্ত্রী ইমরান খান কে চিঠি লিখে জানান,গত কয়েক বছর ধরেই পাকিস্তানে সক্রিয় একাধিক মৌলবাদী জঙ্গী সংগঠন, তাদের মদত দিচ্ছে পাক সরকার। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলছে অমানবিক অত্যাচার প্রার্থনা স্থলেও হামলা হচ্ছে বলে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়ানের।
তাই অবিলম্বে এই বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে বন্ধ করা হবে পাকিস্তানকে ভর্তুকি দেওয়া।