বাংলাহান্ট ডেস্ক : ফের হুমকির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আমেরিকা সফরের আগেই ফের এল হুমকি ফোন। প্রধানমন্ত্রীর বিমানে হতে চলেছে সন্ত্রাসী হামলা। বুধবার আমেরিকা সফরের আগেই এমন হুমকি ফোনে অতিরিক্ত তটস্থ হয়ে ওঠে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। তৎক্ষণাৎ তল্লাশি চালিয়ে আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ।
মোদীর (Narendra Modi) বিমানে সন্ত্রাসী হামলার হুমকি
জানা গিয়েছে, বুধবার সকালেই মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে আসে ওই হুমকি ফোন। বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিমানে হতে চলেছে সন্ত্রাসবাদী হামলা। হামলার গুরুত্ব বিবেচনা করে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ। ফোন পাওয়ার পরেই অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে বিষয়টি জানানো হয় মুম্বই পুলিশের তরফে। সঙ্গে সঙ্গে শুরু হয় তদন্ত।
আগেও এসেছে হুমকি: প্রধানমন্ত্রীর সফর শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় আরো একবার। তারপরেই তদন্তে আটক করা হয় অভিযুক্তকে। উল্লেখ্য, মাস কয়েক আগেও একবার হুমকি ফোন এসেছিল। ম। মুম্বই এর ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে পাঠানো হয়েছিল বার্তাটি। হুমকি বার্তায় নাকি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর উল্লেখ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীর (Narendra Modi) প্রাণনাশের পরিকল্পনা করা হয়েছে। তবে সেবারেও তদন্তে জানা গিয়েছিল, অভিযুক্ত ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে।
আরো পড়ুন : ভিলেন হয়েই মন জয়, নতুন টুইস্ট নিয়ে জি এর সিরিয়ালে এন্ট্রি জনপ্রিয় নায়িকার
ফ্রান্স মার্কিন সফরে মোদী: এই মুহূর্তে চারদিনের ফ্রান্স এবং আমেরিকা সফরে রয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন তিনি। এরপর প্যারিসে আয়োজিত এআই অ্যাকশন সামিট ও ১৪ তম ইন্ডিয়া ফ্রান্স সিইও ফোরামের সহ সভাপতিত্ব করেছেন মোদী (Narendra Modi)। বুধবার গুগল সিইও সুন্দর পিছাই এর সঙ্গে প্যারিসে এআই অ্যাকশন সামিটেও বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুন : জলসার পর্দায় “প্রথম” বার! চলতি মাসেই প্রোমো শুট, নতুন সিরিয়াল ঘিরে লাফিয়ে বাড়ছে উন্মাদনা
এরপর মার্কিন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। এবারে তাঁর আমেরিকা সফরের দিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার মোদী ট্রাম্প বৈঠকে অভিবাসন এবং নয়া শুল্ক নীতি উঠে আসতে পারে আলোচনায়।