বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, এই সংক্রান্ত একটি হুমকি ফোনও করা হয়েছে।
মিলল প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) প্রাণনাশের হুমকি:
তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে ওই হুমকি কল আসে। ওই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হত্যার হুমকি দেওয়া হয়। এদিকে, এই হুমকি ফোনের পর পুলিশ চরম সতর্ক রয়েছে। পাশাপাশি, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
“পুরো প্ল্যান করা হয়েছে”: এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার (২৭ নভেম্বর) রাত ৯ টা নাগাদ আচমকাই একটি হুমকি ফোন আসে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হত্যার হুমকি দিয়ে বলা হয়েছে যে, “পুরো পরিকল্পনা করা হয়েছে”। বর্তমানে মুম্বাই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি সমস্ত প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।
আরও পড়ুন: ফের ইতিহাস তৈরির পথে ISRO! শুক্রযানের জন্য অনুমোদন সরকারের, কবে হবে লঞ্চ?
মানসিকভাবে বিপর্যস্ত মহিলা: এদিকে, পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এই বিষয়ে মুম্বাইয়ের আম্বোলি থানায় মামলা নথিভুক্ত করে এক মহিলাকে শনাক্ত করা হয়েছে। শীঘ্রই গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত পুলিশ জানিয়েছে যে, ওই মহিলা মানসিকভাবে বিপর্যস্ত। তবে, আপাতত সব প্রোটোকল অনুযায়ী এই বিষয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: রোহিতের প্রত্যাবর্তনে ঘুম উড়ল ভারতের এই ৩ প্লেয়ারের! প্লেয়িং ইলেভেনে আর মিলবে না সুযোগ
জানিয়ে রাখি যে, দেশের প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তার দায়িত্ব স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ SPG-র ওপর রয়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে প্রথম নিরাপত্তা বলয়টিতে শুধুমাত্র SPG জওয়ানরা থাকেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত এই জওয়ানদের আমেরিকার সিক্রেট সার্ভিসের নির্দেশিকা অনুসারে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রোটেকশন গ্রুপ MNF-2000 অ্যাসল্ট রাইফেল, অটোমেটিক গান এবং 17M রিভলভারের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত রয়েছে।