বাংলা হান্ট ডেস্ক: কলকাতা জাদুঘরের (Kolkata Museum) ভেতরে রাখা রয়েছে বোমা; ঘটানো হবে বিস্ফোরণ! এবার সামনে এল এইরকমই এক চাঞ্চল্যকর হুমকি মেসেজ। যার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল হইচই। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই বার্তায় কখন বিস্ফোরণ ঘটানো হবে সেই সময়ও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মেসেজে বলা হয়েছে “1378” না আমার একটি গ্রুপ কলকাতা মিউজিয়ামে মঙ্গলবার দুপুর ১ টা ২০ নাগাদ প্রবেশ করবে। পাশাপাশি, মিউজিয়ামে বোমা রাখা রয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি ওই বার্তায় “SCRIPT 1378” এবং “DAWN 1378”-এর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। যেগুলির লক্ষ্য হল ভারতের জনপ্রিয় অংশগুলিতে বিশৃঙ্খলা তৈরি করা।
এছাড়াও, ওই হুমকি মেসেজের শেষে ঠিকানা উল্লেখ করে লেখা হয়েছে “1378 Headquarters, 20-1 Kyuio Road”। এদিকে, ইতিমধ্যেই এই হুমকি মেসেজের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলকাতা মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানিয়েছেন, “আমরা এই সংবাদ পেয়েছি। মেল মারফত একটা হুমকি এসেছে।”
আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার তুলছে ঝড়! মাত্র ৫ বছরেই ১ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ
তিনি আরও জানান, “আমরা মিউজিয়ামে আসা প্রত্যেককে নিরাপদে বাইরে বের করেছি। কলকাতা পুলিশ এবং CISF যৌথভাবে মিউজিয়ামকে সুরক্ষিত করার কাজ শুরু করে দিয়েছে।”
আরও পড়ুন: চিনের প্রশংসার মধ্যেই লুকিয়ে “ফন্দি”? কী প্ল্যান করছে বেজিং? ভারতকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞের
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গতবছরের জানুয়ারি মাসে ঠিক এইরকমই এক হুমকি মেল এসেছিল। এখানেও জানানো হয়েছিল যে মিউজিয়ামের ভেতরে রয়েছে বিস্ফোরক। সেই সময়েও CISF এবং কলকাতা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড যথাযথ ব্যবস্থা গ্রহণ করে গোটা চত্বর খতিয়ে দেখে। তবে, ওই ইমেলটি ভুয়ো ছিল বলে পরবর্তীকালে জানা যায়।