কমনওয়েলথ গেমস থেকে পদকের জন্য এই তিন বঙ্গতনয়ার ওপর আশা করে রয়েছেন রাজ্যবাসী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে শুরু কমনওয়েলথ গেমস। ২০২২-এর সংস্করণটি বার্মিংহ‍্যামে আয়োজিত হতে চলেছে। ইতিমধ্যেই তারকা জ্যাভলীন থ্রোয়ার নীরজ চোপড়ার ছিটকে যাওয়া ভারতীয় ক্রীড়াপ্রেমীদের ধাক্কা দিয়েছে। নীরজের ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবেই বলা যায় ভারতের একটি নিশ্চিত পদক হাতছাড়া হয়ে গিয়েছে। বাকি ক্রীড়াবিদদের তাই বাড়তি দায়িত্ব নিয়ে সেই পদকের অভাব পূরণ করতে হবে।

বার্মিংহ‍্যামে ২০২২ সালের কমনওয়েলথ গেমসের জন্য ভারত ২১৫ জন দক্ষ ক্রীড়াবিদের ওপর আশা করে থাকবে। এই ২১৫ জন ক্রীড়াবিদরা প্রতিযোগিতার মোট ১৫টি খেলায় অংশগ্রহণ করবে। ক্রীড়াপ্রেমীরা আশা করে থাকবেন যে ভারত ১০০-পদকের গন্ডি অতিক্রম করবে। গত কয়েকটি সংস্করণে, ভারত কমনওয়েলথ গেমসের রেকর্ড বেশ ভালো। এবারের এই ২১৫ জনের মধ্যে ৩ বঙ্গতনয়াও রয়েছেন যারা পদক এনে দিতে পারেন ভারতকে।

এই তিন বঙ্গতনয়ার মধ্যে প্রতিষ্ঠা সামন্ত এবং প্রণতি নায়েক, জিমন্যাস্টিক্সে ভারতকে পদক এনে দেওয়ার চেষ্টা করবেন। অপর বঙ্গকন্যা ত্রিয়াশা পাল সাইক্লিং এর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার চেষ্টা করবেন। নদীয়া জেলার মদনপুরের বাসিন্দা বছরে কুড়ির ত্রিয়াশা এই প্রথম বার কমনওয়েলথ সাইক্লিংয়ে অংশ নেবেন। বাংলা থেকে প্রথমবার সাইক্লিংয়ে কমনওয়েলথ গেমসে নামতে চলা এই ক্রীড়াবিদকে নিয়ে আশায় বুক বাঁধছে গোটা রাজ্য। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপ সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি।

অপরদিকে অলিম্পিকে পদক জিততে না পারা জিমন্যাস্ট প্রণতি নায়েক কমনওয়েলথ গেমসে সেই অবশ্যই পুরণ করতে চাইবেন। পিংলার বাসিন্দা প্রণতি এর আগে দুটি কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। যদিও কমনওয়েলথে নিজের নিয়মিত কোচ রোহিত জয়সওয়ালকে পাচ্ছেন না তিনি। তার বদলে তারকা জিমন‍্যাস্টিক কোচ বিশ্বেশ্বর নন্দীকে করা হয়েছে ভারতীয় দলের। প্রণতি এই কমনওয়েলথের নতুন না হলেও অপর জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত এই প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নেবেন। সাঁতরাগাছির বাসিন্দা ১৯ বছরের প্রতিষ্ঠা সামন্ত, বিশ্বেশ্বর নন্দীরই ছাত্রী। এর আগে তিনি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিশ্বকাপ এবং দোহা এশিয়ান সিনিয়র জিমনাস্টিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তারপর বার্মিংহামের টিকিট পেয়েছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর