বাংলা হান্ট ডেস্কঃ ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এদিন বিস্ফোরণের কেন্দ্রস্থল ছিলো করাচি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে তীব্র বিস্ফোরণের ফলে মোট চার জনের মৃত্যু হয়, যার মধ্যে তিনজন আবার চীনা নাগরিক বলে জানা যাচ্ছে। ঘটনাটির খবর পাওয়া মাত্র সেখানে এসে উপস্থিত হয় পাকিস্তানি পুলিশ এবং বিশাল সেনাবাহিনী।
সূত্রের খবর, এই হামলার পেছনে রয়েছে বালোচ লিবারেশন আর্মি। বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই তারা দায় স্বীকার করে। এক মহিলা আত্মঘাতী হামলাকারী এই হামলা করেছে। সূত্রের খবর, করাচি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কনফুসিয়াস ইনস্টিটিউটের নিকট একটি ভ্যানে বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, এই ইনস্টিটিউটে চীনা ভাষা পড়ানো হতো। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে চার জন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে, যেখানে দুই মহিলা কলেজে চীনা ভাষা শেখাতেন। এছাড়াও ভয়ঙ্কর এই জঙ্গি হামলায় এক নিরাপত্তা কর্মী ও এক গাড়ি চালকেরও মৃত্যু হয়। ঘটনায় জখম হয়েছেন বেশ কিছু ব্যক্তি। পরবর্তীতে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কলেজের সামনে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাটি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণ পূর্বে কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রবেশ স্থলে এক বোরখা পরা মহিলা দাঁড়িয়ে ছিলেন এবং সাদা ভ্যানটি যখন কলেজে প্রবেশ করে, ঠিক সেই সময় মহিলাটি নিজের উপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। করাচি পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেন, “কলেজে পড়ানো শিক্ষক-শিক্ষিকাদের টার্গেট করা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।”
Breaking: Car blast in Karachi university.. Apparently Chinese nationals were target several feared dead.. pic.twitter.com/6ZwKyJQbfL
— Waseem Abbasi (@Wabbasi007) April 26, 2022
এছাড়াও পুলিশের ডিআইজি বলেন, “প্রাথমিকভাবে যে খবরটি উঠে আসছে তা হল উক্ত ভ্যানটি ইনস্টিটিউটের দিকে ঢুকছিল। ঠিক সেই সময় ঘটে বিস্ফোরণ। বর্তমানে এটি কি ধরণের বিস্ফোরণ, আমরা তা খতিয়ে দেখছি। এই ঘটনায় আপাতত চারজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন।”