বিরাট কোহলি ও সুনীল ছেত্রীর মধ্যে রয়েছে এই ৩টি মিল! শুনলে চমকে যাবেন আপনিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় যদি হন বিরাট কোহলি (Virat Kohli), তাহলে নিঃসংকোচে বলাই যায় যে ভারতীয় ফুটবলের পোস্টার বয় হলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দুজনেই দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রীড়া জগতে ভারতের নাম উজ্জ্বল করেছেন। বয়স বাড়লেও আজও তাদের ধার কমেনি এবং ভারতীয় দলের অন্যতম বড় ভরসা রয়ে গিয়েছেন তারা। এই প্রতিবেদনে আমরা তাদের তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো যা দুজনের ক্ষেত্রেই একই রকম।

১. দুজনেই নিজ নিজ ক্রীড়া ক্ষেত্রের উচ্চ পর্যায়ের প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন দিল্লিতে। বিরাট কোহলি, দিল্লিতেই জন্মেছিলেন এবং তার কেরিয়ারও আরম্ভ হয়েছিল দিল্লীর হয়ে বিভিন্ন পর্যায়ে ঘরোয়া ক্রিকেট খেলে। সুনীল ছেত্রীর জন্ম দিল্লিতে না হলেও নিজের বাবার পেশার জন্য একাধিকবার ছোটবেলায় বিভিন্ন শহর বদলে বদলে থেকেছেন। কিন্তু ১৭ বছর বয়সে দিল্লিতে টাটা ফুটবল অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার পর তার জীবন বদলে যায়।

২. দুজনেই পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় বেঙ্গালুরুর দলের হয়ে প্রভূত সাফল্য অর্জন করেছেন। আরসিবির জার্সি গায়ে বিরাট কোহলির পারফরম্যান্স যতটাই ভালো ঠিক ততটাই সুনীলও বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে প্রতিপক্ষের কাছে ত্রাস হয়ে দাঁড়ান।

৩. দুজনেই নিজেদের দেশের জার্সিতে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে দলকে জয় পেতে সাহায্য করেছেন। সুনীল ছেত্রী সাফ কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ভারতীয় সমর্থকদের মন জিতেছেন। অপরদিকে বিরাট কোহলির শেষবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিলেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের। ওই ম্যাচের ৮২ রানের একটি অপরাজিত ইনিংস খেলে তিনি ভারতকে হারের মুখ থেকে বাঁচিয়ে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর