ওখার্ড হাসপাতালে করোনা আক্রান্ত ৩ জন চিকিৎসক ও ২৬ জন নার্স, পুরো হাসপাতাল করা হল সিল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (corona virus)  মারাত্মক সংক্রমণে হাসপাতালই পরিণত হল হটস্পটে। করোনাভাইরাসে আক্রান্ত হলেন হাসপাতালেরই ৩ জন চিকিত্সক ও ২৬ জন নার্স। আর তার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ করে দেওয়া হল মুম্বইয়ের ওকহার্ড (Oakhard) হাসপাতাল।

বৃহস্পতিবারই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানান হয়, দেশের করোনা সংক্রমিত স্থান বা ‘হটস্পট’গুলিকে চিহ্নিত করে ‘সিল’ করে দেওয়া হবে। সংক্রমণ এড়াতে এই উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রক। মুম্বইয়ের(mumbai) সরকারি হাসপাতালগুলির মধ্যে একটি হল ওকহার্ড হাসপাতাল। যেখানে করোনা সংক্রমিতদের নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তবে চিকিৎসা করতে গিয়ে সংক্রমিত হয়ে পড়ছেন চিকিৎসক ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। তাই চিন্তার ভাঁজ পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কপালে। স্বাস্থ্যকর্মী-সহ চিকিৎসকরাই আক্রান্ত হয়ে পড়লে পরিষেবা দেবেন কারা? সেই প্রশ্নও জাগছে?

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল এই সরকারি হাসপাতাল। ওই হাসপাতালে কেন এতজন আক্রান্ত হলেন, তাও খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানা যায়। যতক্ষণ না ওখানে ভরতি থাকা রোগীদের শরীরে করোনা পরীক্ষার ফল দু’বার করোনা নেগেটিভ হচ্ছে ততক্ষণ ওই হাসপাতালে বাইরের কারোর প্রবেশ ও কর্মীদের বাইরে যাওয়া বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত খবর

X