বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন খবরের কাগজে কিংবা টিভিতে উঠে আসছে গাড়ি দুর্ঘটনার (Accident) খবর। বিশেষ করে মদ্যপান করে গাড়ি দুর্ঘটনার খবর নিত্যদিনের ঘটনা। আর আবারও একই ঘটনার সাক্ষী থাকল দেশবাসী। তবে এবার গাড়ি তলায় চাপা পড়লেন তিন নাবালিকা। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে এবার কোনও সাধারণ নাগরিকের গাড়ির তলায় নয়, বরং এক সরকারি অফিসারের গাড়ির তলায় চাপা পড়ল এই তিন নাবালিকা। ইতিমধ্যেই, একজন প্রাণও হারিয়েছেন বলে খবর।
গাড়ি দুর্ঘটনায় (Accident) পিষে গেলেন তিন নাবালিকা:
এই দুর্ঘটনাটি (Accident) ঘটেছে, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার কোটাবাগ ব্লকে। জানা যায়, কোটাবাগের নাথুনগর গ্রামের বাসিন্দা ১৭ বছরের কনক বোরা, তার বোন ১৪ বছরের মাহি বোরাকে নিয়ে উত্তরায়নীর মেলা দেখতে গিয়েছিল। তাদের সঙ্গে ছিল ১৫ বছর বয়সি মমতা ভান্ডারিও। আর মেলা দেখতে গিয়েই জীবনে ঘনিয়ে আসে কাল।
গাড়ি এসে ধাক্কা মারে: জানা যায়, ওই তিন নাবালিকা রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে পিছন দিক থেকে হঠাৎই তাঁদের ধাক্কা মারে একটি গাড়ি। গাড়িটি মূলত ছিল এবিডিও-র গাড়ি। তিন নাবালিকাকে রীতিমত পিষে দিয়ে পালানোর চেষ্টা করেন ওই পলাতক। দুর্ঘটনার (Accident) পরে তিন নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে খবর।
আরও পড়ুনঃ প্রথম বারেই “খেল খতম”, নৌবাহিনীকে হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির ১৫০ কোটির ড্রোন
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ভূপেন্দ্র সিংহ। তিনি কোটাবাগের সহকারী ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ এবিডিও হিসাবে কর্মরত। বুধবার ওই অভিযুক্তকে কোটাবাগ থানার পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। আরও জানা যায়, এই দুর্ঘটনার (Accident) পর তিন নাবালিকাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে পরবর্তীতে তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে বছর ১৪ মাহিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কনক এবং মমতার অবস্থাও আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ফের ঝটকা! এবার লাফিয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম, মাথায় হাত মধ্যবিত্তদের
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার (Accident) পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। যদিও পুলিশ তাঁকে ধরে ফেলে। সব থেকে বড় বিষয় হচ্ছে গ্রেফতারির পর তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। আর সেখান থেকেই পুলিশ আধিকারিকরা নিশ্চিত হতে পেরেছেন, ওই অভিযুক্ত মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। ইতিমধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।