দেশের সেরা হাসপাতালের তালিকায় তিনটি বাংলার, পশ্চিমবঙ্গের মুকুটে জুড়ল নয়া পালক

বাংলা হান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই বাংলার সেরা হাসপাতালে তালিকায় উঠে এলো পশ্চিমবঙ্গের তিনটি হাসপাতালের (Hospital) নাম। রাজ্যের স্বাস্থ্য দফতরের মুকুটে পড়ল নয়া পালক। জানেন রাজ্যের কোন তিনটি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে? জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

সেই তিনটি হাসপাতালের নাম হল বি সি রায় শিশু হাসপাতাল (B C Roy Memorial Hospital), আর্জি কর মেডিকেল কলেজ হাসপাতাল (R G Kar Medical College and Hospital) এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল (Nil Ratan Sircar Medical College and Hospital)। কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় এই হাসপাতাল গুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের এই তিনটি হাসপাতালকে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই অর্থ গুলি তারা হাসপাতালে উন্নয়নের জন্য ব্যবহার করবে। এর মধ্যে বিসি রায় শিশু হাসপাতালকে এক বছরের জন্য ‘মুস্কান’ শংসাপত্র ও ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই তিনটি হাসপাতালকে পরিচ্ছন্নতা, শিশু প্রসূতি বিভাগ এবং স্বাস্থ্য পরিষেবার জন্যই এই শংসাপত্র দেওয়া হয়েছে।

প্রায় তিন বছরের জন্য এই তিনটি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরিষেবা পরিচ্ছন্নতা এবং শিশু প্রস্তুতি স্বাস্থ্যের উন্নয়নের জন্য ‘লক্ষ্য’ এবং ‘মুসকান’ পুরস্কার চালু করেছে দিল্লি। গত তিন বছর আগে এই ‘লক্ষ্য’ পুরস্কার পেয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ। এরপরই জেলা হাসপাতাল হিসেবে বাঙ্গুর (Bangur) প্রায় পরপর তিন বছরই এই পুরস্কার পেয়েছে। আর এবার এই পুরস্কার পেল রাজ্যের এই তিনটি হাসপাতাল।

h 4

সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রককে (Ministry of Health) চিঠি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে বিসি রায় শিশু হাসপাতাল সব মিলিয়ে ৮৯% নম্বর পেয়েছে। এছাড়া আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এনআরএস হাসপাতালকে শিশুদের জন্য শৌচালয় এবং স‌্যাঁতস্যাঁতে ভাব বন্ধ করা জন্য নতুন করে দেওয়ালে পোলেস্তারা করার কথা বলা হয়েছে। এছাড়া চিকিৎসকরা কখন হাসপাতালে আসছেন বেরোচ্ছেন তা ডাইরিতে লিখে রাখার ও প্রস্তাব জানানো হয়েছে।

সম্পর্কিত খবর