বানচাল নাশকতার ছক! গ্রেনেড, পাকিস্তানি পতাকা-সহ তিন জঙ্গিকে গ্রেফতার করল ভারতীয় সেনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উপত্যকার বুকে ফের একবার বড়সড় নাশকতার ছক বানচাল করল সেনা এবং পুলিশের যৌথ দল। কাশ্মীরের (Kashmir) সোপোর এলাকায় জঙ্গি নাশকতার খবর পেতেই উদ্যত হয় ভারতীয় সেনাবাহিনী এবং পরবর্তীতে লস্কর-ই-তৈবার তিনজন জঙ্গিকে গ্রেফতার করে তারা। ইতিমধ্যেই তাদের কাছ থেকে একাধিক বিস্ফোরক সহ পাকিস্তানি পতাকা এবং পোস্টার উদ্ধার করা গিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিচরণ বহুগুনে বৃদ্ধি পেয়েছে। তবে পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রতিবারই তাদের নাশকতার ছক বানচাল করা গিয়েছে। এবারেও সেই ধারা বজায় রেখে পুনরায় একবার লস্কর-ই-তৈবার জঙ্গি সংগঠনের পরিকল্পনা ভেস্তে দিল সেনা পুলিশ।

সূত্রের খবর, এদিন কাশ্মীরের বোমাই চক এলাকায় তল্লাশি চালানোর সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিদের দেখে প্রথমে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে শরিক আশরাফ, সাকলেন মুস্তাক এবং তৌফিক শেখ নামে তিন জঙ্গি পালানোর চেষ্টা করলেও পরবর্তীতে তাদের ধরে নেয় সেনা ও পুলিশ। এক্ষেত্রে ২২ রাষ্ট্রীয় রাইফেলস এবং ১৭৯ বিএন সিআরপিএফ-এর জওয়ানরা তাদের পিছনে ধাওয়া করে এবং অবশেষে একাধিক বিস্ফোরক সহ তিন জঙ্গিকে গ্রেফতার করে।

সেনা সূত্রে খবর, ইতিমধ্যেই তিন জঙ্গির কাছ থেকে পাকিস্তানের পতাকা, পোস্টার সহ গ্রেনেড এবং অন্যান্য একাধিক অস্ত্র উদ্ধার করে গিয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই পাকিস্তান থেকে একাধিক জঙ্গি কাশ্মীর হয়ে প্রবেশ করার চেষ্টায় রয়েছে। কয়েকদিন পূর্বেই এক সন্দেহজন ব্যক্তিকে গ্রেফতার করে সেনা জওয়ানরা। আর এদিন লস্কর-ই-তৈবার তিন জঙ্গিকে গ্রেফতার যথেষ্ট প্রশংসার দাবি রাখে।

Indian army

তবে বর্তমানে প্রশ্ন উঠে গিয়েছে, উপত্যকার বুকে জঙ্গি সংগঠনের অবাধ বিচরণের নেপথ্যে কারণ কি? তারা কি বড়সড় কোন নাশকতার পরিকল্পনা করতে চলেছে? বিশেষত, পাকিস্তানের লস্কর-ই-তৈবার সংগঠনটিকে বেশ শক্তিশালী বলেই মনে করা হয়। যদিও এক্ষেত্রে তাদের প্রতিটি পরিকল্পনাই বানচাল করে দিয়েছে সেনাবাহিনী এবং এদিন তিন জঙ্গিকে গ্রেফতার করার পর ইতিমধ্যেই তাদের কাছ থেকে নাশকতার আসল পরিকল্পনা জানতে তৎপর হয়েছে ভারতীয় সেনা।

X