ভবানীপুরের উপনির্বাচনে বিরল লড়াই, মুখোমুখি মমতা সহ তিন আইনজীবী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লড়াই শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখার। সংখ্যাগরিষ্ঠতায় দল জয়ী হওয়ায়, নির্বাচনে পরাজিত হয়ে গিয়েও বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে মুখ্যমন্ত্রীর আসনে বসলেও, তা ধরে রাখার জন্য তাঁকে এবার পরীক্ষা দিতে হবে। পাস করলে, তবেই আগামী ৫ বছর এই আসন তাঁর।

নির্বাচনের ফল প্রকাশের ৬ মাসের মধ্যে এই উপনির্বাচন করার নিয়ম রয়েছে। তবে করোনার কারণে কিছুদিন উপনির্বাচন নিয়ে নানা সমস্যা দেখা দিলেও, বিরোধী দল বিজেপি নানাভাবে উপনির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও, অবশেষে তৃণমূলের আবেদন মেনে নিয়ে সময়ের মধ্যেই দিনক্ষণ স্থির করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার লড়াই চলবে সামনাসামনি।

হাইভোল্টেজ ভবানীপুরের দিকে পাখির চোখ করে রয়েছে সকল রাজনৈতিক দল। এই লড়াইয়ে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) এবং সিপিএমের পক্ষ থেকে লড়াইয়ের ময়দানে নামছেন শ্রীজীব বিশ্বাস (Srijib Biswas)। তবে এই লড়াইয়ে অংশ নিচ্ছে না কংগ্রেসরা।

তবে এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং শ্রীজীব বিশ্বাস বিরোধী দলের হলেও, তাঁদের মধ্যে একটা বিষয়ে মিল রয়েছে। তাঁরা তিনজনেই আইনজীবী হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী আইনের ছাত্রী হলেও, বর্তমানে আদালতে প্রাকটিস না করেলও, বাকি দুজন এখনও আদালতে প্র্যাকটিস করছেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আসন রক্ষার উপনির্বাচন হবে ৩০ শে সেপ্টেম্বর। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে ৩০ শে সেপ্টেম্বর। আর ফলাফল প্রকাশিত হবে আগামী ৩ রা অক্টোবর।

X