বাংলা হান্ট ডেস্ক: সকাল বিকেল দুপুর রাত্রি চা (Tea) ছাড়া চলে না চা প্রেমীদের। বিশেষ করে সকালে উঠে এক কাপ চা খেয়ে দিন শুরু করলে আলস্য ভাব কেটে যায় সকলের। সে হোক দুধ চা কিংবা লিকার চা হলেই হলো। কিন্তু কি জানেন এই চাও জীবন কেড়ে নিতে পারে। বিষয়টি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই! তবে অবাক হওয়ার কিছু নেই এমনই ঘটনা ঘটেছে একটি পরিবারের সাথে। চা খেয়েই মৃত্যুর মুখে ঢলে পড়েছে পরিবারের তিনজন সদস্য। ঠাকুমা, নাতনি, বৌমার একসাথে মৃত্যু ঘটে।
চা (Tea) খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন পরিবারের তিনজন:
অধিকাংশ পরিবারেই বিকেলে চায়ের (Tea) পর্ব থাকবেই থাকবে। রাজস্থানের তেমনই একটি পরিবারের এমনই বিকেলে চায়ের পর্ব চলাকালীনই ঘনিয়ে আসে বিপদ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আদিবাসী অধ্যুষিত জেলা বাঁশওয়াড়ায়। ঘটনা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে পরিবারের সকলে মিলে চা পান করেন। আর সেই বিষাক্ত চা পান করার কিছুক্ষণের মধ্যেই পরিবারের ছয় জন সদস্য অসুস্থ হতে থাকে। বমি, ডায়ারিয়ার মত সমস্যা শুরু হয় পরিবারের ছয়জনের মধ্যে।
এরপর ওই পরিবারের এক বৃদ্ধা বিষাক্ত চায়ের (Tea) প্রভাব সহ্য করতে না পেরে মৃত্যুর মুখে ঢলে পড়েন। শুধু তিনি একা নন তার বৌমা, নাতিরও মৃত্যু ঘটে বলে জানা যায়। তবে রবিবার চা পান করলেও তিনজনের মৃত্যু হয়েছে সোমবার সকালে। এছাড়া আরো তিনজন সদস্য এখনো পর্যন্ত অসুস্থ বলেই সূত্রের খবর। তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। একজন উদয়পুরে এবং দুইজন বাঁশোয়ারার হাসপাতালে চিকিৎসাধীন। গোটা পরিবারেই এখন নেমেছে শোকের ছায়া। তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো এটাই প্রশ্ন।
আরও পড়ুনঃ RBI’র গর্ভনরের মাসের স্যালারি কত জানেন? আর কী পান তিনি? শীর্ষ ব্যাঙ্কের উত্তরে আকাশ থেকে পড়বেন
সত্যি কি চা (Tea) খেয়ে মৃত্যু হয়েছে পরিবারের ওই তিনজনের:
পুলিশ সূত্রে খবর, চা (Tea) তৈরীর সময় চা পাতা নয় কোন বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে। যার ফলে পরিবারের সকলের এমন অবস্থা। তবে কি ওষুধ মেশানো হয়েছে, সেটা ইচ্ছাকৃত, না অনিচ্ছাকৃতভাবে মেশানো হয়েছে সবই তদন্তের আওতায়। তবে পুলিশ জানিয়েছে যে ওষুধটি মেশানো হয়েছে সেটি দেখতে চা পাতার মতোই ছিল। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পরই গোটা বিষয়টি জানা যাবে। তাই এখনো গোটা বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রয়েছে।
আরও পড়ুনঃ ইট-বালি-সিমেন্ট নয়, নর্দমার পাইপ কেটে তৈরি হোটেল! নামমাত্র খরচেই যাবে থাকা, রয়েছে কোথায়?
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভাজা ছোলা খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে পরিবারের কয়েকজন সদস্য এমন খবর উঠে আসে। আর এবার চা খেয়ে এমন মৃত্যুর খবর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও পুলিশরা অনুমান করছেন এটা চাপাতা (Tea) নয় চাপাতার মতই দেখতে কোনো বিষাক্ত পদার্থ ছিল।