বিরাট কোহলির সঙ্গে হওয়া তিন বড় ঝামেলা! গালাগালি দিয়ে বিপক্ষের কান দিয়ে বার করেছিলেন রক্ত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। প্রাক্তন বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান জানিয়ে দিয়েছেন যে ভারতীয় দল ফাইনালে বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্বর অভাব অনুভব করেছে। বিরাটের সময়ে একজন অধিনায়ক হিসেবে আগ্রাসী ভাবে প্রতিপক্ষকে চমকে দেওয়ার যে ক্ষমতা তার ছিল সেটা রোহিতের মধ্যে খুঁজে পাচ্ছেন না অনেকেই। প্রয়োজনের প্রতিপক্ষদের কটু কথা শোনাতেও দুবার ভাবেন না কোহলি।এই প্রতিবেদনে আমরা দেখে নেব সেই তিন মুহূর্ত যখন বিরাট কোহলি একজন ক্রিকেটার হিসেবেই মাঠের মধ্যে এমন আগ্রাসন দেখিয়েছেন যে প্রতিপক্ষ ভয়ভীত হয়ে পড়েছে।

● পেইন বনাম কোহলি (দেবো নাকি): যদিও ২০১৮/১৯ মরশুমের ভারতের অস্ট্রেলিয়া সফর ভারতের কাছে ঐতিহাসিক, কারণ ওই সফরে অজিভূমে ভারত নিজেদের প্রথম সিরিজ জয়কে নিশ্চিত করেছে। মোটের ওপর ওই সিরিজ শান্তিপূর্ণভাবেই এগিয়েছিল টিম পেইন এবং বিরাট কোহলির মাঝে একবার মতবিরোধ হয়েছিল। পার্থ টেস্টে অজি ও ভারতীয় অধিনায়ক একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। দুজনই তাদের দলের হয়ে ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেছেন। কিন্তু ঝামেলার সময় তাদের দুজনের মধ্যে প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় কিন্তু আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেন। পরে জানা যায় দুজনেই সেই সময় এমন কিছু শব্দ ব্যবহার করেছিলেন নিজেদের তর্কে যা অল্পবয়সী ক্রিকেটপ্রেমীদের কখনোই ভালো পথে অনুপ্রাণিত করবে না। দুজনেই একে অপরকে উস্কে দিয়ে হাতাহাতি শুরু করার অত্যন্ত কাছাকাছি চলে এসেছিলেন।

● নবীন ও গম্ভীর বনাম কোহলি (জুতোর তলাতেই থাকবি!): আইপিএল ২০২৩ চলাকালীন লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের ম্যাচে একইসঙ্গে আফগান পেসার নবীন উল হক এবং পরে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন কোহলি। গম্ভীরের সঙ্গে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছেন তিনি। কিন্তু আফগান পেসারের সঙ্গে খেলা চলাকালীন তার একবার কথা হয়েছিল তখন তিনি নিজের জুতোর দিকে ইঙ্গিত করেছিলেন যা দেখে অনেকে ধারণা করেছিল যে বিরাট কোহলি নবীন উল হককে বলছেন যে তার জায়গা তার জুতোর তলায়। যদিও পরে জানা যায় পিচে পা রাখা নিয়ে তার সঙ্গে বিতর্ক হয়েছিল কোহলির। তবে তারা যে নিজেদের মধ্যে কথা বলার সময় খুব ভালো ভাষা ব্যবহার করেছিলেন এমনটা একেবারেই নয়।

● কোহলি বনাম অস্ট্রেলিয়ান দর্শকগণ (মধ্যমা প্রদর্শন): ২০১২ সালে যখন বিরাট কোহলি ভবিষ্যতের তারকা হয়ে ওঠার পথে সবে পা বাড়িয়েছেন তখন অস্ট্রেলিয়ায় আয়োজিত টেস্ট সিরিজের সিডনির ম্যাচে দর্শকদের কাছ থেকে অত্যন্ত খারাপ খারাপ মন্তব্য শুনতে হয়েছিল বিরাট কোহলিকে ফিল্ডিং করার সময়। কোহলি পরে জানিয়েছিলেন যে আর মা এবং বোনকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছিল অস্ট্রেলিয়ার দর্শকরা। তিনিও বিন্দুমাত্র দ্বিধা না করে মধ্যমা প্রদর্শন করে অপমান করেছেন সেই দর্শকদের। এই কাজের জন্য অবশ্য তাকে পরে জরিমানাও দিতে হয়েছিল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর