বাংলা হান্ট ডেস্ক : গুজরাটের (Gujarat) পোরবন্দরে ফিনাইল সেবন করেছে ৩ মুসলিম যুবক (Muslim Youth)। ইনস্টাগ্রামে একটি ভিডিও করে তিনি অভিযোগ করেন যে তার নিজের সম্প্রদায়ের কিছু লোক তাকে হয়রানি করছে। আসলে তেরঙা পতাকা (National Flag of India) নিয়ে ফতোয়া জারি করেছিলেন এক আলেম। এই ফতোয়া ওই যুবকরা প্রত্যাখ্যান করে। এই তিন মুসলিম যুবকের অভিযোগ, এর জেরে তাঁদের হেয় করা হচ্ছে। এরই পাশাপাশি তাদের সমাজ থেকে বিতাড়নের চেষ্টাও চলছে বলে অভিযোগ উঠছে।
এদিকে ওই তিন যুবক শরিয়া আইনের উদ্ধৃতি দিয়ে দাবি করেন যে মাওলানার ফতোয়া ভুল, তার আদেশ সঠিক নয়। গুজরাটের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কয়েকদিন আগে মাওলানার একটি অডিও ক্লিক ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেন যে মুসলমানদের জাতীয় পতাকা উত্তোলন করা উচিত তবে এটিকে স্যালুট করা ঠিক নয়। মাত্র ৬ জন মুসলিম যুবক এই সিদ্ধান্তের বিরোধিতা করতে মাওলানা হাফিজ ওয়াসিফ রাজার কাছে যান।
ওই অডিও ক্লিপ নিয়ে ওই যুবকরা মাওলানাকে প্রশ্ন করেন। বলা হচ্ছে, মাওলানা তখন স্বীকার করেন যে এই ভিডিওটি তাঁরই। আওয়াজ তার এবং তিনি বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে ওই মুসলিম যুবকরা তাকে বলেন যে নবী মুহাম্মদ মুসলমানদের দেশপ্রেমের বাণী দিয়েছেন। ২ আগস্ট এই অডিওর বিরুদ্ধে প্রতিবাদেরও আয়োজন করা হয়। পুলিসের কাছে দেওয়া অভিযোগে ‘দারুল উলূম সংস্থা’ মৌলানাকে লাঞ্ছিত করার অভিযোগও করেছে।
पोरबंदर: तीन मुस्लिम युवकों ने फिनाइल पीकर आत्महत्या करने का प्रयास किया। उनका आरोप है कि गुजरात के पोरबंदर (#Porbandar) में उनके समुदाय के सात-आठ सदस्य केवल शरीयत कानून पर सवाल उठाने के लिए उन्हें परेशान व बदनाम कर रहे हैं और उन्हें समुदाय से बाहर करने का प्रयास कर रहे हैं। pic.twitter.com/qIcmrIEwF8
— IANS Hindi (@IANSKhabar) August 12, 2023
এরই সঙ্গে, মাওলানা ও কয়েকজন মুসলিম নেতাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের পর ওই ৩ যুবক শাকালী কাদরী, সোহেল ইব্রাহিম এবং ইমতিয়াজ হারুন ইনস্টাগ্রামে তাদের অবস্থার কথা জানান। এই ভিডিওটির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেন পোরবন্দরের এসপি ভগীরথ সিং। পরিস্থিতি বেগতিক দেখে ‘দারুল উলূম’ এই অডিও ক্লিপটিকে ভুয় বলে দাবি করেছে।
ক্লিপটিতে মাওলানা জাতীয় সঙ্গীত গাওয়ার বিরুদ্ধে ফতোয়াও জারি করেছিলেন। সংগঠনটির দাবি এই তিন যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি মাওলানা তেরঙা পতাকা নিয়ে কিছুই বলেননি। ফিনাইল পানের ভিডিওটি সামনে এসেছে, যা লাকডিবন্দর এলাকার একটি ঘটনা। এরপর স্বজন ও বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করে। গুজরাট পুলিস হাসপাতালে পৌঁছে তিন যুবকের বয়ান রেকর্ড করে।