মজলিস বন্ধ করতে যাওয়ায় পুলিশের উপর হামলা তাবলীগ সমর্থকদের! আহত চার পুলিশকর্মী

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের (Bihar) মধুবনি জেলার অন্ধরাথাডি এর গিদডগঞ্জ গ্রামে বুধবার তাবলীগ জামাতের (Tablighi Jamaat) সমর্থকেরা পুলিশের উপর হামলা করে দেয়। এই হামলায় চার পুলিশ কর্মী আহত হয়েছেন। প্রসঙ্গত, এরা লকডাউনের লঙ্ঘন করে দীনি মজলিস এর আয়োজন করছিল। পুলিশ থামাতে গেলেই, তাঁদের উপর হামলা করা হয়।

বুধবার স্থানীয় পুলিশ মহানির্দেশক সত্যপ্রকাশ জানান, এটা স্পষ্ট না যে মজলিসে অংশ নেওয়া মানুষেরা দিল্লীর নিজামুদ্দিনে মরকজের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। উনি বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মীদের উপর হামলা করা ব্যাক্তিদের চিহ্নিত করে তাঁদের গ্রেফতার করা হবে।

আরেকদিকে, বিহারের জল সংশাধন মন্ত্রী সঞ্জয় কুমার ঝাঁ নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিল্লীর নিজামুদ্দনের মরকজে অংশ নেওয়া মানুষদের কাছে আবেদন করে বলেন যে, তাঁরা যেন সরকারি হেল্পলাইনে ফোন করে অথবা কোন সরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ পরীক্ষা করায়।

আপনাদের জানিয়ে দিই, বিহারে এখনো পর্যন্ত ৮১ জনকে চিহ্নিত করা হয়েছে যারা দিল্লীর নিজামুদ্দিন এলাকায় মরকজ অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এদের মধ্যে পাটনা আর বক্সর জেলার ৩০ জনকে চিহ্নিত করে তাঁদের স্বাস্থের পরীক্ষা করা হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর