বাংলাহান্ট ডেস্ক : পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চলে পানিহাটি পৌরসভার পরিচালনায় পালিত হচ্ছে ৫০৬ তম দন্ড মহোৎসব। জেলার পাশাপাশি রাজ্যের নানান প্রান্ত থেকে এই দন্ড মহোৎসবে হাজির হয়েছেন ভক্তরা। আর তীব্র দাবদাহের মধ্যেই সেই উৎসবে যোগদান করতে এসে প্রথমে ১৫ জন অসুস্থ হয়ে পরেন। এরপর তাদের মধ্যে ৩ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন ।
লক্ষাধিক মানুষের ভিড়ে পরিপূর্ণ থাকে পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চল। তিন পুণ্যার্থীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানালেন, দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে পৌরসভা বিধায়ক এবং পুলিশ প্রশাসন নতুন করে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর পাশাপাশি মন্দিরের পুজো বন্ধ রাখা হয়েছে বলেও জানা গিয়েছে।
পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, ‘গত দু’বছর করোনার কারণে মানুষ দন্ড উৎসবে যোগদান করতে পারেননি। তাই এই উৎসবে এই বছর প্রচুর মানুষের সমাগম হয়েছে ।আর তাতেই গরমের কারণে ১৫ জন অসুস্থ হয়ে পরেন । তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। এই কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে মন্দিরের পুজো।’
এই ঘটনায় মমতা বন্দোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, ‘পানিহাটির ইসকন মন্দিরে দন্ড মহোৎসবের তাপ ও আর্দ্রতার কারণে ৩ বৃদ্ধ ভক্তের মৃত্যু হয়।ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনাস্থলে সিপি এবং ডিএম ছুটে এসেছেন। সবরকম সাহায্য করা হচ্ছে অসুস্থদের। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।’