বাংলা হান্ট ডেস্কঃ ফের ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা (Egra)। পঞ্চায়েত ভোট পূর্বে রাজ্যের একের পর এক জায়গা থেকে উঠে আসছে একই ভয়ানক চিত্র। মঙ্গলবার দুপুরে এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় তিনজনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক।
অভিযোগ, এগরার ওই কারখানায় অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল। একসাথে বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। তবে আদেও বাজি না তার আড়ালে বোমা তৈরী হচ্ছিলো সেই নিয়ে সংশয় দেখা দিয়েছেন। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই কারখানায় বোমা বাঁধার কাজ চলছিল বলে দাবি অনেকের।
ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। চলছে দেহ উদ্ধারের কাজ। এলাকায় পৌঁছেই স্থানীয়দের ক্ষোভের মুখে পুলিশ বাহিনী। অভিযোগ, অবৈধভাবে বাজি তৈরির কথা বারংবার পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনা প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি। বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। কতজন মারা গিয়েছেন এখন বলতে পারব না। খুবই খারাপ লাগছে। প্রশাসনকে বলব কড়া হাতে দমন করতে। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম এই ঘটনা। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু হয়ত গোপনে কারবার চলছিল।”
অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, “ আসলে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি উঠে যাচ্ছে। সেই কারণে এলাকায় আতঙ্ক তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে। আমরা চাই এনআইএ তদন্ত করুন।” অন্যদিকে এনআইএ তদন্ত চেয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।