মণিপুরে অসম রাইফেলস এর উপর পিপলস লিবারেশন আর্মি জঙ্গি সংগঠনের হামলা! শহীদ তিন জওয়ান আহত চার

বাংলা হান্ট ডেস্কঃ মণিপুরে (Manipur) অসম রাইফেলস (Assam Rifles) এর জওয়ানদের একটি টিমের উপর হামলা হয়েছে। এই হামলায় টিমের তিন জওয়ান শহীদ হয়েছেন, আর চার জন জওয়ান গুরুতর আহত হয়েছে। শোনা যাচ্ছে যে, এই ঘটনা গতকাল রাতে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিমি দূর চন্দেল জেলায় ঘটেছে।

সংবাদ সংস্থা ANI থেকে জানা যায় যে, সীমান্তের পাশে থাকা চন্দেল জেলায় স্থানীয় পিপলস লিবারেশন আর্মির জঙ্গি দ্বারা ঘাঁত লাগিয়ে হামলা করা হয়েছে। এই হামলায় ৪ অসম রাইফেলস এর তিন জওয়ান শহীদ হয়েছে আর চার জওয়ান গুরুতর আহত হয়েছে। আহতদের ইম্ফলের মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

শোনা যাচ্ছে যে, পিপলশ লিবারেশন আর্মির জঙ্গিরা প্রথমে আইইডি বিস্ফোট করায়, আর এরপর জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ইম্ফল থেকে ১০০ কিমি দূরের ওই এলাকায় অতিরিক্ত ফোর্স পাঠিয়ে দেওয়া হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর