এক ধাক্কায় বন্ধ ৩ টি মেগা! বিরাট “তোলপাড়” TRP তালিকায়

বাংলাহান্ট ডেস্ক : যে চ্যানেলেই উঁকি দেওয়া যাক না কেন, সর্বত্রই প্রায় একই ছবি দেখা যাচ্ছে বর্তমানে। এক দুই নয়, একসঙ্গে তিন তিনটি সিরিয়াল (Serial) বন্ধ হচ্ছে একাধিক চ্যানেলে। টিআরপির সামান্য তারতম্যেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। দর্শকরা আগ্রহ হারাচ্ছেন দ্রুত। ফলত পাল্লা দিয়ে কমছে নম্বর। আর তার জেরেই সিরিয়াল (Serial) বন্ধ করতে বাধ্য হচ্ছেন নির্মাতারা।

কম টিআরপির জেরে বন্ধ সিরিয়াল (Serial)

টিআরপি তালিকায় মূলত দুটি চ্যানেলের মধ্যেই চলে লড়াই। জি বাংলা এবং স্টার জলসা দুটি চ্যানেল থেকেই একাধিক ধারাবাহিক (Serial) শেষ করে দেওয়া হচ্ছে। দুটি চ্যানেল মিলিয়ে মোট ৩ টি সিরিয়াল শেষ হচ্ছে এই মুহূর্তে। তিনটি ধারাবাহিকেরই টিআরপি বেশ কম। মনে করা হচ্ছে, দিনের পর দিন ধরে এমন কম টিআরপির কারণেই সিরিয়াল (Serial) গুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল।

Three serial are ending in these channels

শেষ হচ্ছে জি বাংলার সিরিয়াল: দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, জি বাংলা থেকে ‘মালা বদল’ ধারাবাহিকটি (Serial) বন্ধ হচ্ছে। নায়িকা ঋতু পাইন নিজেই এ খবরে শিলমোহর দিয়েছেন। বেশ অনেকদিন ধরেই এই ধারাবাহিক (Serial) বন্ধের জল্পনা চলছিল। নিত্যনতুন মোড় এনে টিআরপি তুলতে ব্যর্থ হয়েছে এই ধারাবাহিক। আর তারপরেই সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত।

আরো পড়ুন : শুরু থেকেই TRP-তে “গোল্লা”, ৮ মাস পেরিয়ে তলানিতে থেকেই বিদায় নিল জি বাংলার সিরিয়াল

থামছে এই মেগার পথচলা: অন্যদিকে স্টার জলসায় ‘উড়ান’ ধারাবাহিকটি (Serial) বন্ধের খবর শোনা যাচ্ছে। প্রতিপক্ষের কাছে লাগাতার টিআরপিতে হারতে দেখা গিয়েছে সিরিয়ালটিকে। তাই এবার এই সিরিয়ালটিও বন্ধ হতে চলেছে বলে খবর। উল্লেখ্য, আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল (Serial)’পরশুরাম আজকের নায়ক’। তবে উড়ান এর জন্য নতুন স্লট এখনো দেওয়া হয়নি।

আরো পড়ুন : মায়ের জীবনে “ভিলেন” মেয়ে, ‘মিশকা’ অহনার জন্যই “ঠকে” গিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরক চাঁদনি

এদিকে জি বাংলায় এক নয়, একাধিক সিরিয়াল (Serial) বন্ধ হচ্ছে। ‘নিম ফুলের মধু’ শেষের গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। ইতিমধ্যেই গত ২২ ফেব্রুয়ারি এই ধারাবাহিকের শেষ শুটিং করেছেন নায়ক রুবেল দত্ত। অন্য কলাকুশলীরা শুটিং চালিয়ে গেলেও শোনা যাচ্ছে, আগামী ১০ ই মার্চ নিম ফুলের মধুর শেষ শুটিং করবেন সকলে। আর এ গুঞ্জন সামনে আসার পর থেকেই মন খারাপ দর্শকদের। পরপর সিরিয়াল বন্ধের জেরে টিআরপি তালিকায় কী প্রভাব পড়বে সেটাও ভাবাচ্ছে দর্শকদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর