বাংলাহান্ট ডেস্কঃ ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল মহারাষ্ট্র (Maharashtra) থানের ভিওয়ান্ডির একটি বহুতল। দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে সেখানে তৎক্ষণাৎ পৌঁছায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল এবং পুলিশ বাহিনী। চলছে উদ্ধার কার্য।
#UPDATE: 20 people have been rescued by locals. At least 20-25 people are feared to be trapped, as per initial information: NDRF #Maharashtra https://t.co/9juGy51cNW pic.twitter.com/kIAURWPdpt
— ANI (@ANI) September 21, 2020
গভীর ঘুমে যখন আছন্ন মহারাষ্ট্রবাসী, তখনই ঘটে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ভেঙ্গে পড়ল ভিওয়ান্ডির প্যাটেল কমপাউন্ড এলাকায় এক তিন তলা বিল্ডিং। ধ্বংসস্তূপের ভেতর থেকে চলছে উদ্ধার কার্য।
#WATCH Maharashtra: Rescue operation by NDRF (National Disaster Response Force) underway at the site of building collapse in Bhiwandi, Thane.
Eight people have lost their lives in the incident which took place earlier today. pic.twitter.com/dFvXwhHPH3
— ANI (@ANI) September 21, 2020
থানে মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে ৫ জন মৃতের খবর প্রথমে দেওয়া হলেও, পরবর্তীতে ধ্বংসস্তূপের নীচ থেকে আরও ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও অবধি মৃতের সংখ্যা ৮। তবে এই ভেঙ্গে পড়া বহুতলের নীচে এখনও বেশ কয়েকজন চাপা পড়ে আছে বলেও অনুমান করা হচ্ছে।
#WATCH Maharashtra: A team of NDRF rescued a child from under the debris at the site of building collapse in Bhiwandi, Thane.
At least five people have lost their lives in the incident which took place earlier today. pic.twitter.com/6j90p1GloQ
— ANI (@ANI) September 21, 2020
কিভাবে ভোর ৩টে ৪০ নাগাদ ভেঙ্গে পড়ল এই আবাসন তা এখনও জানা সম্ভব হয়নি। এই বিল্ডিং ১৯৮৪ সালে নির্মান করা হয়েছিল। বহুতল ভেঙ্গে পড়ার সময় সকল বাসিন্দারাই গভীর ঘুমে আচ্ছন ছিলেন। তাই সঠিকভাবে এখনও মৃতের সংখ্যা নির্ধারন করা সম্ভব হয়নি।
তবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় মানুষের সহাওতায় এখনও অবধি ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেঙ্গে পড়া বিল্ডিং-এর ভেতর থেকে এক শিশুকেও উদ্ধার করেছে উদ্ধারকারী দল। চলছে উদ্ধার কার্য।