মোদীর সফরের আগে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা! খতম ৩ সন্ত্রাসবাদী, শহিদ ১ জওয়ান

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে কাশ্মীর (Jammu and Kashmir) দিয়ে ভারতে অনুপ্রবেশের ছক ছিল জঙ্গিদের। কিন্তু সীমান্তে মোতায়েন ভারতীয় সেনা ভেস্তে দিল সেই পরিকল্পনা। সেনাদের সতর্ক পাহারা এড়িয়ে নিয়ন্ত্রণ রেখা পার করার আগেই তিন জঙ্গি খতম হল গুলির লড়াইয়ে। এদের মধ্যে রয়েছেন জইশ-ই-মহম্মদের একজন শীর্ষ কমান্ডারও। তবে সেনা-জঙ্গি লড়াইয়ে শহিদ হয়েছেন একজন জওয়ান। ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে এ খবর জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ জওয়ান

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গি অনুপ্রবেশের রোখার অপারেশনের নেতৃত্ব দেওয়ার সময় শহিদ হন ৯ পঞ্জাবের বীর জুনিয়র কমিশন্ড অফিসার কুলদীপ চাঁদ। শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) আখনুর সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াই চলে অনুপ্রবেশকারী জঙ্গি সেনাদের মধ্যে। তখনই গুরুতর জখম হন তিনি। শনিবার সকালে শহিদ হন জেসিও কুলদীপ চাঁদ। ওই এলাকায় নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে অনুপ্রবেশের ছক করেছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় সেনা।

Three terrorists killed by indian army in jammu and kashmir

খতম হয়েছে তিন জঙ্গি: শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত চলা গুলির লড়াইয়ে সেনার হাতে নিকেশ হয়েছে তিন জন জঙ্গি। এর মধ্যে রয়েছেন জইশ-ই-মহম্মদ এর অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লাহ। বিগত এক বছর ধরে চেনাব ভ্যালিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উপত্যকায় (Jammu and Kashmir)bজঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ভারতীয় সেনার। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে কিশৎওয়ার সহ বেশ কিছু জায়গায় জেহাদ বিরোধী ‘অপারেশন ছতরু’ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

আরো পড়ুন : অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ ৩, নামানো হল BSF

জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে: এদিন সেনার হাতে খতম হওয়া জঙ্গিদের থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। গোলা বারুদ সহ M4 রাইফেলও উদ্ধার হয়েছে তাদের থেকে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়েছে, উপত্যকায় (Jammu and Kashmir) নিয়ন্ত্রণ রেখা বরাবর জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন : অনলাইনে জামা বেচে সংসার চালাচ্ছেন সুস্মিতার ভাইয়ের প্রাক্তন স্ত্রী! আগে কী কাজ করতেন চারু?

সেনার তরফে আরো জানানো হয়েছে, গত বুধবার থেকেই উধমপুরের বসন্তগড় এবং রামনগর এলাকায় একটি পৃথক টিম অভিযান চালাচ্ছে আরো তিনজন সন্ত্রাসবাদীর খোঁজে। আগামী কয়েকদিনের মধ্যে কাশ্মীরে নতুন রেল পরিষেবার উদ্বোধন করতে আসার কথা রয়েছে। এমত পরিস্থিতিতে পুলিশ, সেনা, আরপিএফ আরো জোরদার করেছে নিরাপত্তা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X