রচনা জিতলেও লকেট কী করে বেশি ভোট পেল! এবার হুগলির তিন নেতাকে ‘চরম শাস্তি’ দিল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির থেকে ছিনিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে ফের ঘাসফুল ফুটিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। গতবারের সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ হয়েছেন ‘দিদি নম্বর ওয়ান’। তবে দলীয় প্রার্থী জিতলেও ‘শাস্তি’র মুখে পড়তে হল হুগলির তিন তৃণমূল (Trinamool Congress) নেতাকে। রচনার চেয়ে লকেট বেশি ভোট পাওয়ায় এবার তাঁদের পদ কেড়ে দিল দল।

হুগলিতে (Hooghly) এবার রচনা জিতলেও চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি পঞ্চায়েতে তিনি লকেটের থেকে পিছিয়ে ছিলেন। কোদালিয়া ১, কোদালিয়া ২ এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে TMC প্রার্থী রচনার (Rachana Banerjee) থেকে অনেক বেশি ভোট পেয়েছিলেন বিজেপির লকেট (Locket Chatterjee)। TMC সূত্রে জানা যাচ্ছে, ওই তিন পঞ্চায়েতে সাংগঠনিক দুর্বলতার কারণে এমনটা হয়েছে।

তাই এবার ওই তিন অঞ্চলের সভাপতিদের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল TMC। কোদালিয়া ১, কোদালিয়া ২ এবং ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের তিন অঞ্চল সভাপতি দেবাশিস চক্রবর্তী, অসিত মাঝি এবং রবীন্দ্রনাথ তিওয়ারিকে নিজ নিজ পদ থেকে সরিয়ে দিয়েছে জোড়াফুল শিবির।

আরও পড়ুনঃ দেশবাসীর কাছে বিশেষ আবেদন! ‘মন কি বাত’এ বিরাট চমক, কী বললেন পিএম মোদী?

শনিবার একথা ঘোষণা করেছেন চুঁচুড়া বিধানসভার (Chinsurah Assembly Constituency) বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar)। তিনি বলেন, ‘সামনেই একুশে জুলাই। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে প্রচুর মানুষকে নিয়ে যেতে হবে। সেই জন্য যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটাকে কাটিয়ে উঠতে হবে’।

trinamool congress tmc flags

শনিবার ওই তিন অঞ্চল সভাপতিকে পদ থেকে সরানোর কথা ঘোষণা করার পাশাপাশি নতুন সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির পদে বসানো হয়েছে শুভেন্দু ঘড়াইকে। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হয়েছেন গৌতম মজুমদার। এই এলাকা অনেকটা বড় হওয়ার কারণে অমিত ঘোষকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রদীপ রায়ের হাতে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর