বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব প্রাক্তন তারকা পেসার অজিত আগারকারের (Ajit Agarkar) হাতেই তুলে দিয়েছে বিসিসিআই (BCCI)। ক্রিকেটার হিসেবে তিনি যে ভারতীয় সমর্থকদের মনে বিশাল বড় প্রভাব ফেলতে পেরেছিলেন এমনটা নয়। আর তিনি আসন্ন সময়ে ভারতীয় দলে কোন খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন তা কেবল সময়ই বলে দেবে। তবে এই প্রতিবেদনে আমরা অজিত আগরকারের এমন কিছু আশ্চর্য রেকর্ড সম্পর্কে কথা বলব, যেগুলি সম্পর্কে বেশিরভাগ মানুষই বিস্মৃত।
অনেকেরই জানা নেই যে ভারতীয়দের মধ্যে ওডিআই ফরম্যাটে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডটি এখনো অজিত আগরকারের দখলেই রয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচে মাত্র ২১ বলে এই কীর্তি গড়েছিলেন আগরকার। সেই ম্যাচে আগারকার ২৫ বলে ৬৭ রানের একটি ইনিংস খেলেন। ধোনি, কোহলি, রোহিতের মতো সীমিত ওভারের ক্রিকেটের ধুরন্ধররাও সেই রেকর্ড ভাঙতে পারেননি।
এর পাশাপাশি তার এমন একটা কীর্তি রয়েছে যা সচিন টেন্ডুলকারও কোনওদিন করে দেখাতে পারেননি। ঐতিহ্যবাহী লর্ডস গ্রাউন্ডে তার নামের পাশে একটি টেস্ট শতরান রয়েছে। ভারত ম্যাচ হারলেও ওই ম্যাচে ব্যাট হাতে অনবদ্য লড়াই করেছিলেন অজিত আগরকার। অবশ্য টেস্ট ক্রিকেটে তার নামের পাশে এক লজ্জাজনক রেকর্ডও রয়েছে। তিনিই একমাত্র ক্রিকেটার হিসাবে টেস্ট ফরম্যাটে টানা পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন।
এছাড়া ওডিআই ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি একসময় ছিল অজিত আগরকারের নামে। তার সেই রেকর্ড পরবর্তীতে ভেঙেছিলেন শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস। তিনি মাত্র ১৯ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন। আগারকার তার আগে ২৩ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন।
বেতন তুলনামূলকভাবে অত্যন্ত কম হওয়ার কারণে অনেকেই এই নির্বাচক প্রদানের কাজের সঙ্গে যুক্ত হতে চান। এরপর আগারকার বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছিলেন যে তিনি এই কাজের সঙ্গে যুক্ত হতে চান যদি তারা বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনা করতে রাজি থাকেন। বিসিসিআই তার প্রস্তাবের সম্মতি দিলেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচিংয়ের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করেন প্রাক্তন ভারতীয় পেসার। তার সামনে প্রথম কাজ হলো ওয়েস্ট ইন্ডিজ শহরের টি-টোয়েন্টি দল বাছা। এরপর একে একে এশিয়া কাপ, বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনের মতন চ্যালেঞ্জগুলি সামলাতে হবে তাকে।