‘স্যার আরও কখনও অপরাধ করব না” যোগী রাজ্যে হাত উঠিয়ে থানায় সারেন্ডার তিন দুষ্কৃতীর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার দ্বারা অপরাধীদের বিরুদ্ধে লাগাতার নেওয়া কড়া পদক্ষেপের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে দুষ্কৃতীরা। অপরাধীরা পুলিশের এনকাউন্টারে এতটাই আতঙ্কিত যে তাঁরা থানায় গিয়ে পুলিশের সামনে আত্মসমর্পণ করছে। এরকমই এক মামলা শামলি থেকে সামনে আসছে। সেখানকার কৈরানা কোতোয়ালিতে তিন অপরাধী নিজেই পুলিশের সামনে গিয়ে জানায় যে, তাঁরা আর অপরাধ করবে না।

কৈরানা পুলিশের লাগাতার চাপ এবং কড়া পদক্ষেপের কারণে গ্যাংস্টাররা ভয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। বলে রাখি, এসপি সুকীর্তি মাধবের নির্দেশে পুলিশ দ্বারা অপরাধীদের ধরপাকড় আর এনকাউন্টার চলছে।

পুলিশের অত্যাধিক চাপ এবং কড়া পদক্ষেপের থেকে ভয় পেয়ে শনিবার তিন দুষ্কৃতী মোমিন, ইন্তজার এবং মঙ্গনা কৈরানা থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

কোতোয়ালি প্রধান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কৈরানা থানায় হত্যার প্রচেষ্টা এবং তোলাবাজি ও দাঙ্গা ছড়ানোর অভিযোগ দায়ের রয়েছে। শনিবার তিনজন হাত তুলে কোতোয়ালি পৌঁছায় আর পুলিশের সামনে সারেন্ডার করে। দুষ্কৃতীরা জানায়, তাঁরা অপরাধ ছেড়ে এখন সাধারণ জীবনযাপন করবে। তাঁরা পুলিশের সামনে ভবিষ্যতে অপরাধ না করার শপথ নেয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর