বাংলা হান্ট নিউজ ডেস্ক :বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা জল্পনার অবসান ঘটেছে গত সপ্তাহের শুক্রবার। ডিসেম্বরে বেতন কমিশনের মেয়াদ শেষ হবে, তাই আগামী বছরের জানুয়ারী মাস থেকে নতুন হারে বেতনক্রম কার্যকরী হবে সরকারী কর্মচারীদর এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘভাতা ও বেতন সংক্রান্ত একটি বৈঠকে শুক্রবার রাজ্য সরকারী কর্মচারীদের দাবি দাওয়াকে মান্যতা দিয়ে বেতন কমিশন কারযকরী করার দিন ধার্য করেছেন মমতা। পাশাপাশি কমিশনের সমস্ত সুপারিশ মেনেই সরকারি কর্মচারীদের বেতনক্রম বাড়ানো হবে এবং নতুন হারে বেতন চালু করা হবে। তাই সেই সুপারিশেই নতুন করে বেশি প্রাপ্তিযোগ হতে চলেছে সরকারি কর্মচারীদের।
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মচারীদের পে ফিক্সেশন করার সময় শুধুমাত্র চলতি বছেরর বেসিক পে নয় 2017-19 সাল অবধি তিন বছরের বেসিক ইনক্রিমেন্ট ধরতে হবে। আর প্রতি বছর তিন শতাংশ হারে ইনক্রিমেন্ট ধরা হবে। সেক্ষেত্রে প্রতি বছর বেসিকের সঙ্গে 3 শতাংশ হারে ইনক্রিমেন্ট যুক্ত হয়ে চালু হবে বর্তমান বেসিক। তাই তিন বছরের ইনক্রিমেন্ট মিলিয়ে রাজ্য সরকারী কর্মচারীদের বর্তমান বেসিক পে অনেকটাই বাড়বে এক ধাক্কায়। যদিও এর জন্য হাউজ অ্যালাওয়েন্স সহ অন্যান্য খরচও বাড়বে, কিন্তু তিন বছরের এরিয়ার একসঙ্গে কর্মচারীরা না পাওয়া পেতে পারেন বলে খবর।
অন্যদিকে বেতন কমিশন কার্যকরী করা হলে, কর্মতারীদের বর্তমান বেসিক পে-এর সঙ্গে 125 শতাংশ ডিএ যোগ করে সেই যোগফলকে আবার 2.57 শংতাশ হারে গুণ করতে হবে। এর ওপর আবার তিন বছরে তিন শতাংশ হারে ইনক্রিমেন্ট যোগ হবে।