বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছর আইপিএল চলাকালীন সেপ্টেম্বর মাসে উমরান মালিক চোট পাওয়া টি নটরাজনের বদলি হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ দলে নির্বাচিত হন। তার আগে ২০২১ সালের এপ্রিলে, তিনি আইপিএলে নেট বোলার হিসেবে নির্বাচিত হন। উমরান গত বছরই তার অভিষেক আইপিএল ম্যাচ খেলেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ওমরান মালিককে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কেন উইলিয়ামসন গতবারের আইপিএল থেকেই তার ওপর ভরসা করে আসছেন এবং হায়দরাবাদের শেষ দুই ম্যাচে সেই ভরসার দাম রেখেছেন উমরান।
উমরানের প্রথম জীবনের গল্প বিখ্যাত ভাষ্যকার হর্ষ ভোগলে তার টুইটে প্রকাশ করেছেন। হর্ষ বলেছেন যে উমরান মালিক ২০১৮-১৯ সাল পর্যন্ত একজন টেনিস বল খেলোয়াড় ছিলেন। মানে ২২ বছর বয়সী এই বোলার তার রাজ্য জম্মু ও কাশ্মীরে টেনিস বল টুর্নামেন্ট খেলতেন ৩ বছর আগেও। এরপর তার বন্ধু ও হায়দরাবাদ দলের সদস্য আবদুল সামাদের কথায় বড় সিদ্ধান্ত নেন।
What a lovely story #UmranMalik is. Was a tennis ball player till 2018-19 until Abdul Samad asked #SRH if he could come over as a net bowler. He is still so raw and so thrilling.
— Harsha Bhogle (@bhogleharsha) April 17, 2022
জম্মু ও কাশ্মীরের আরেক তরুণ অলরাউন্ডার, আব্দুল সামাদ, যিনি গত বেশ কয়েক মরশুম ধরে হায়দরাবাদের হয়ে খেলছেন, হায়দরাবাদের কর্মকর্তাদের জোর দিয়ে বলেছিলেন যে উমরান মালিক নামে একজন খুব প্রতিভাবান পেসার রয়েছে। আর তিনি কি নেট বোলার হিসেবে আসতে পারবেন? সামাদের সুপারিশে হায়দরাবাদের ম্যানেজার একজন টেনিস বল বোলার উমরানকে নেট বোলার হিসেবে যুক্ত করেন এবং ফলাফল আপনাদের সামনে।
উমরান মালিক আইপিএল ২০২১ এই নজর কেড়েছিলেন কিন্তু ২০২২-এ তিনি যেন ক্রমশ আরও পরিণত হয়ে উঠছেন। উমরান মালিককে একজন গতিদানব হিসাবে বিবেচনা করা হয় এবং তার ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে ধারাবাহিকভাবে বোলিং করার ক্ষমতা রয়েছে। উমরান ধারাবাহিকভাবে জোরে বোলিং করার সাথে সাথে শেষ দুই ম্যাচে ভালো পারফর্ম করে ৬ উইকেট নিয়েছেন। এই বোলারকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখতে চাইবেন ক্রিকেটপ্রেমীরা। ডেল স্টেইনের মতো মারাত্মক বোলার নিজেও বর্তমানে আইপিএলে উমরানকে দেখার পর আশাবাদী।