বিনিয়োগ মাত্র ৮০০ টাকা! টাটা গ্রুপের হাত ধরে লাখপতি হওয়ার দারুণ সুযোগ, করবেন না মিস

   

বাংলা হান্ট ডেস্ক: নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার লক্ষ্যে এবং আর্থিক দিক থেকে নিশ্চিন্ত থাকতে সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ প্রত্যেকেই করতে চান। এদিকে, বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে দেশে (India) একাধিক বিকল্প উপলব্ধ হয়েছে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের তুলনায় অনেকেই এখন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করার প্রতি আকৃষ্ট হচ্ছেন। তবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকলেও একটু ভেবেচিন্তে এবং সঠিকভাবে বিনিয়োগ করলে খুব সহজেই আপনি হতে পারবেন লাভবান।

এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই এক দুর্দান্ত মিউচুয়াল ফান্ড স্কিমের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি ইতিমধ্যেই ব্যাঙ্কের FD-র তুলনায় ৩ গুণেরও বেশি রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, বিনিয়োগকারীরাও এই মিউচুয়াল ফান্ড স্কিমটিকে পছন্দ করছেন। মূলত, টাটার এই মিউচুয়াল ফান্ড স্কিমের নাম হল “Tata Small Cap Fund Regular Growth”।

Through the Tata Group, made huge profit by investing 800 rupees.

এটি মূলত, শেয়ার বাজারের স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। পাশাপাশি, এখানে উচ্চ রিটার্ন মেলে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এখানে প্রতিমাসে ৭৯০ টাকা বিনিয়োগ করে আপনি ৫ বছরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। চলুন, এবারে এটা জেনে নিই, এই মিউচুয়াল ফান্ড স্কিম বিনিয়োগকারীদের ঠিক কেমন রিটার্ন দিয়েছে।

আরও পড়ুন: হিমালয়ের ওপরে অদ্ভুত আলো! নিচে না নেমে মহাকাশের দিকে পোঁছে গেল রঙিন বিদ্যুৎ

প্রথমেই জানিয়ে রাখি যে, গত ১ বছরে Tata Small Cap Fund Regular Growth মিউচুয়াল ফান্ড স্কিম বিনিয়োগকারীদের ৪৪ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। পাশাপাশি, গত ৩ বছরে ২৭ শতাংশ, ৫ বছরে ২৯ শতাংশ এবং লঞ্চ হওয়ার পর থেকে এই মিউচুয়াল ফান্ড স্কিম এখনও পর্যন্ত মোট ২৭ শতাংশ রিটার্ন দিয়েছে। Tata Small Cap Fund Regular Growth মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৫০০০ টাকা বিনিয়োগ করতে পারেন। এদিকে, SIP করার ক্ষেত্রে প্রতি মাসে সর্বনিম্ন ১০০০ টাকার SIP করা যায়।

আরও পড়ুন: সেমিফাইনালের টিকিট প্রায় কনফার্ম! কার মুখোমুখি হবে ভারত? জেনে নিন বিশ্বকাপের শেষ চারের সূচি

৭৯০ টাকা বিনিয়োগ করেই হয়ে যান লাখপতি: আপনি এই মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ৭৯০ টাকার বিনিয়োগের মাধ্যমেই বড় অঙ্কের রিটার্ন পেতে পারেন। আপনি যদি ৭৯০ টাকার SIP শুরু করেন সেক্ষেত্রে ৫ বছর পর আপনার কাছে লক্ষাধিক টাকা আসবে। রিটার্নের পরিমাণ ২৭ শতাংশ হলে এবং ৫ বছরের জন্য বিনিয়োগ করলে রিটার্ন মিলবে ১,০০,৫২৮ টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এখানে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে মাত্র ৪৭,৪০০ টাকা। অর্থাৎ বাকি টাকা মিলবে সুদ থেকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর