বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেন হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকে এই ট্রেন। মূলত, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দে ভারত উদ্বোধন হওয়ার পর থেকেই ট্রেনটি বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে। এমনকি, দেশের বিভিন্ন রাজ্যে বন্দে ভারতের উদ্দেশ্যে ছোঁড়া হয়েছে পাথরও। সেই তালিকায় রয়েছে তেলেঙ্গানা, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মত রাজ্যগুলি।
তবে, এবার একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে রেল। মূলত, বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক বার পাথর ছোড়ার পরিপ্রেক্ষিতেই কঠোর হয়েছে কর্তৃপক্ষ। এমতাবস্থায়, জানা গিয়েছে, এবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়লেই অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হবে। গত মঙ্গলবার দক্ষিণ-মধ্য রেলের তরফে এমনই কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এর পাশাপাশি এহেন ঘটনায় যাতে কোনোরকম প্রশ্রয় না দেওয়া হয় সেই উদ্দেশ্যেও জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে রেলের তরফে। জানা গিয়েছে, তেলেঙ্গানার বিভিন্ন জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক বার পাথর ছোঁড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ-মধ্য রেল। পাশাপাশি, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে, শুধুমাত্র চলতি বছরের জানুয়ারিতেই বন্দে ভারতের উপর ন’বার হামলা চলেছে।
এমতাবস্থায়, জনসাধারণকে এই বিষয়ে সচেতন করতে এবং এই ধরণের কাজ থেকে বিরত রাখতেও ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে RPF। পাশাপাশি, যে সব গ্রামের খুব কাছে রেললাইন রয়েছে, সেই সব গ্রামগুলিতে যাতে পাথর ছোড়ার ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যে সংশ্লিষ্ট গ্রামপ্রধানদের সঙ্গে যৌথ উদ্যোগে প্রচার চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। এছাড়াও, যে সমস্ত এলাকায় পাথর ছোড়ার ঘটনা বেশি ঘটেছে বা ঘটার সম্ভাবনা রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে RPF মোতায়েন করা হয়েছে।
কি জানানো হয়েছে: এমন পরিস্থিতিতে, এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ-মধ্য রেল জানিয়েছে যে, ট্রেনে পাথর ছোড়ার ঘটনা একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমতাবস্থায়, রেলের আইনের ১৫২ ধারায় এহেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি, সেখানে এটাও বলা হয়েছে যে, এইরকম অপরাধে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, দায়ের করা হয়েছে একাধিক মামলাও।