‘Thumps UP’ করলেই ফাঁস আপনার Personality! জেদি নাকি সরল, বুড়ো আঙুলেই লুকিয়ে রহস্য

বাংলাহান্ট ডেস্ক : আপনার ব্যক্তিত্ব (Personality) বা মানসিকতা সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের গঠন। হাতের বুড়ো আঙুল দেখে একজন মানুষের চরিত্র সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করা যায়। আপনার হাতের বুড়ো আঙুলের গঠন কেমন তার উপর নির্ভর করে বলা যেতে পারে অনেক কিছুই। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব সেই বিষয়েই।

হাতের বুড়ো আঙ্গুলই বোঝাবে আপনার ব্যক্তিত্ব (Personality)

সোজা বৃদ্ধাঙ্গুষ্ঠ: বুড়ো আঙুলের প্রথম গাঁটের পর যাদের বুড়ো আঙুল (Thumb) আর বেঁকে যায় না তারা সাধারণত হয়ে থাকেন জেদি প্রকৃতির। যেকোনো পরিস্থিতিতে এদের ভূমিকা বেশ প্রভাবশালী হয়ে থাকে। এই ধরনের মানুষের মানসিকতা অত্যন্ত বাস্তববাদী।

108010062

যুক্তিবাদী মানসিকতার এই মানুষেরা নেতৃত্ব প্রদানের ক্ষমতা বহন করেন। ব্যক্তিত্ব (Personality) অনুসারে নিজেদের ব্যাপারে এরা অত্যন্ত সতর্ক। সহজেই আঁচ করতে পারেন সম্ভাব্য বিপদ। জীবনশৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ এই ধরনের মানুষদের অন্যতম বড় বৈশিষ্ট্য।

আরোও পড়ুন : পুরনো গাড়ি কেনাবেচার আগে হয়ে যান সাবধান! সরকারের এই একটি সিদ্ধান্তেই মাথায় হাত আমজনতার

বাঁকানো বৃদ্ধাঙ্গুষ্ঠ: যাদের বৃদ্ধাঙ্গুল প্রথম গাঁটের পর খানিকটা বেঁকে যায় তারা খুব নরম হৃদয়ের মানুষ হয়ে থাকেন। আবেগ পরিপূর্ণ থাকে এদের মধ্যে। এই ধরনের মানুষেরা মানিয়ে নিতে পারেন যেকোনো পরিবেশে। অন্যদের প্রতি সহানুভূতিশীল এই মানুষেরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। এই ধরনের মানুষদের মধ্যে সৃজনশীলতা লক্ষ্য করা যায়।

Is Your Thumb Straight or Curved Heres What it Can Tell You About Your Personality

শিল্পকলা, সৃজনশীল কাজ ও খেলাধুলায় এই ধরনের মানুষেরা সাফল্য লাভ করেন। বিভিন্ন বিষয়ের প্রতি কৌতুহল থাকে এদের। মানুষের সাথে সহজে মেশা এদের স্বভাবজাত। তাই নতুন নতুন ক্ষেত্রে এরা জ্ঞান লাভ করে থাকে। তবে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে এই ধরনের মানুষেরা পড়তে পারেন বিপদে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর