বাংলা হান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনের নামে ভারতীয় গণতন্ত্রকে বরবাদ করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছে। এই ষড়যন্ত্রকে সফল বানাতে সুইডেনের ১৮ বছর বয়সী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিয়েছে। খুবই চালাকি করে সে তারিখ ও সময় নির্ধারণ করে আন্দোলনের নামে বিক্ষোভ ছড়ানোর চেষ্টা করছিল।
প্রসঙ্গ গ্রেটা থানবার্গ একটি নথী জারি করেছিল, যেখানে তাঁকে RSS আর বিজেপিকে ফ্যাসিবাদী দল বলে ব্যাখ্যা করে। ওই ডকুমেন্ট চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য #AskIndiaWhy হ্যাশট্যাগের ব্যবহার করা হয়েছিল। ভারতকে বদনাম করার জন্য সেই নথীতে কৃষক আন্দোলনকে উগ্র বানানোর পরিকল্পনা করা হয়েছিল।
ট্যুইটারের মাধ্যমে থানবার্গ সরকারি বিরোধী শক্তিকে উস্কানোর সবরকম পরিকল্পনা নিয়েছিল। #AskIndiaWhy কে মানব ইতিহাসের সবথেকে বড় আন্দোলনের অংশ বানানোর প্রয়াস ছিল তাঁর।
ট্যুইট করে দেশে অশান্তি ছড়ানোর জন্য এই আন্দোলনকে উস্কানোর চেষ্টা করেছিল সে। সে সবার কাছে আবেদন করে বলেছিল যে, ৪ ফেব্রুয়ারি আর ৫ ফেব্রুয়ারি ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ট্যুইটারে ঝড় তুলে দিতে। scrapfarmacts@gmail.com মেল অ্যাকাউন্টে ছবি শেয়ার করার আবেদন জানিয়েছিল সে।
একই সঙ্গে তারা সরকারী কর্মকর্তাদের ফোনে বা মেইলের মাধ্যমে পদক্ষেপ নিতে বলে। অনলাইন পিটিশন দায়ের করে আদানি-আম্বানির মতো একচেটিয়াবাদীদের উপর চাপ প্রয়োগের আবেদন জানিয়েছিল গ্রেটা।
গ্রেটার ওই ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর সে আবার নতুন করে গতকাল আরেকটি ডকুমেন্ট ট্যুইটারে আপলোড করে। সে অভিযোগ করে জানায় যে, পূর্ববর্তী ডকুমেন্ট ডিলিট করে দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ।
Here’s an updated toolkit by people on the ground in India if you want to help. (They removed their previous document as it was outdated.)#StandWithFarmers #FarmersProtesthttps://t.co/ZGEcMwHUNL
— Greta Thunberg (@GretaThunberg) February 3, 2021