বাংলা হান্ট ডেস্কঃ চৈত্রের গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি! আগামী কয়েকদিন রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে ৫০ থেকে ৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওড়া। ইতিমধ্যেই ৯টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)।
পয়লা বৈশাখেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দুর্যোগের পূর্বাভাস!
আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ। ইতিমধ্যেই সেই নিয়ে প্ল্যান বানাতে শুরু করে দিয়েছেন অনেকে। তবে সেই পরিকল্পনা পণ্ড করতে পারে ঝড়বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে। আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি (South Bengal Weather)। আগামীকাল হুগলি, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই ৯টি জেলায় বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি ও ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও এই সতর্কতা রয়েছে।
আরও পড়ুনঃ ৬৫ বছরে অবসর নেবেন ‘এই’ রাজ্য সরকারি কর্মীরা! অবসরের বয়স বাড়াল সরকার
অন্যদিকে কলকাতায় আগামী মঙ্গলবার অবধি যে কোনও দিন বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ (Rain) হতে পারে। সোমবার তিলোত্তমায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হতে পারে। আগামীকালও ৪০-৫০ কিমি/ঘণ্টা দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারও ঝড়বৃষ্টির ভিজতে পারে মহানগরী। পয়লা বৈশাখ (মঙ্গলবার) অবধি দক্ষিণবঙ্গের সর্বত্র এই পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের (North Bengal Weather) একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কমলা সতর্কতা রয়েছে। আজ জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তরেও আগামী মঙ্গলবার অবধি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), রাজ্যের প্রায় সর্বত্র আগামী কয়েকদিন দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ঝড়বৃষ্টি হলেও আগামী পাঁচ দিন কোনও জেলার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানানো হয়েছে। তবে ঝড়বৃষ্টির ফলে এই গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।