বাংলা হান্ট ডেস্কঃ সূর্যের কড়া দাপটে নাজেহাল বঙ্গবাসী! তবে এরই মধ্যে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather office) সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। এই সময় বাড়ির বাইরে খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে বৃষ্টির ফলে কিছু সময়ের জন্য হলেও কমবে দহনজ্বালা।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগণায়। তবে স্বস্তির এই খবর সাময়িক মাত্র। আবহাওয়া দফতর সূত্রে খবর, তবে আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে। তাপপ্রবাহের সতর্কতা জারি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে।
কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার প্রবল গরম ও অস্বস্তি বহাল থাকবে। রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না। উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে। তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পঙেও। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতার তাপমাত্রার ৪০ ডিগ্রিে পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই তাপমাত্রা থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছে মালদা-দক্ষিণ দিনাজপুরেও।
রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়বে গরম ও অস্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকেও, তাপপ্রবাহের জন্য হাওয়া অফিস তরফে যে গেরুয়া সতর্কতা দেওয়া হয়েছে। অফিস সূত্রে খবর, ৭ থেকে ১০ জুনের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে৷ ১০ তারিখ পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং তীব্র দাবদাহ চলবে৷