হঠাৎ করেই যাত্রার দিন বদল? চিন্তা নেই! করতে হবে না টিকিট বদল, এইভাবে জাস্ট ডেটটা চেঞ্জ করুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করে কি যাত্রার দিন বদল করতে হয়েছে অথবা টিকিট (Ticket) বুক করার সময় ভুল তারিখ দিয়ে বুক করে ফেলেছেন? সেই টিকিট (Ticket) বাতিল না করে বদলে ফেলতে পারেন যাত্রার দিন। অনেক সময় ভুলবশত টিকিট কাটার সময় আমরা ভুল যাত্রার তারিখ বসিয়ে ফেলি। আবার অনেক সময় পরিবর্তন করতে হয় যাত্রার তারিখ।

Indian Railways brings a special app for the convenience of passengers.

সেক্ষেত্রে টিকিট ক্যানসেল না করে সহজেই কিছু নিয়ম মেনে বদলে ফেলতে পারেন টিকিটে যাত্রার তারিখ।টিকিটে যাত্রার তারিখ বদলের এক দুর্দান্ত সুযোগ প্রদান করে ভারতীয় রেল। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যারা অফলাইনে টিকিট বুকিং করবেন তারাই শুধু এই সুবিধা পেয়ে থাকেন। আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে টিকিট বুক করলে যাত্রার দিন বদল করার সুযোগ থাকে না।

টিকিটে (Ticket) যাত্রার দিন পরিবর্তন করার নিয়ম:

প্রথমে আপনাকে যেতে হবে নিকটস্থ ট্রেনের টিকিট বুকিং কাউন্টারে। টিকিটে নাম পরিবর্তন করার জন্য যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে ও তারিখ পরিবর্তন করার জন্য ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে আবেদন। কাউন্টারে জমা দিতে হবে আসল টিকিট এবং আবেদন। টিকিটে নাম ও তারিখ পরিবর্তন করার জন্য কাউন্টারে জমা করতে হবে নির্দিষ্ট ফি।

আরোও পড়ুন : রাজ্যের মহিলারা পাবেন ১০ হাজার করে, কোন প্রকল্পে? বড় ঘোষণা সরকারের

যদি ট্রেনে আসন খালি থাকে আপনার টিকিট নতুন তারিখে আপডেট করে দেওয়া হবে। আপনি চাইলে আপনার ট্রেনের টিকিট স্থানান্তরিত করতে পারেন অন্যের নামেও। সেক্ষেত্রে প্ল্যান পরিবর্তিত হলে টিকিট ক্যানসেল করার প্রয়োজন হয়না। অনেকটাই বেঁচে যায় টিকিট ক্যানসেলেশন ফি।

Now the money will be refunded within 1 hour of cancelling the ticket

তবে বলে রাখা ভালো আপনি আপনার ট্রেনের টিকিট শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের মধ্যে (বাবা-মা, ভাইবোন, ছেলে-মেয়ে বা স্বামী-স্ত্রী) স্থানান্তরিত করতে পারবেন। এমনকি ভারতীয় রেল (Indian Railways) গ্রুপ টিকিট স্থানান্তরিত করার সুবিধাও প্রদান করে থাকে যাত্রীদের। শিক্ষামূলক গ্রুপ ট্যুরের জন্য যদি টিকিট বুক করা হয়, তাহলে সেই টিকিট স্থানান্তরিত করা যেতে পারে গ্রুপ সদস্যদের মধ্যে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X