আপনার কনফার্ম টিকিটে কি ট্রেনযাত্রা করতে পারবেন অন্য কেউ? জেনে নিন রেলের নিয়ম

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) দূরপাল্লার ট্রেনে আগে থেকে টিকিট বুক না করলে সেই টিকিট কনফার্ম হওয়া দুষ্কর। তবে অনেক সময় শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা বাতিল করলে কনফার্ম টিকিট ক্যানসেল করতে হয়। সেক্ষেত্রে টিকিট ক্যানসেল করলে দিতে হয় ক্যান্সলেশন ফি। এই আবহে অনেকের মনে প্রশ্ন ওঠে যে নিজের কনফার্ম হওয়া ট্রেনের টিকেট কি অন্য কাউকে হস্তান্তর করা যায়?

নিজের টিকিটে কি ভারতীয় রেলে (Indian Railways) যাত্রা করতে পারেন অন্য কোনও যাত্রী?

ভারতীয় রেলের (Indian Railways) এমন অনেক নিয়ম রয়েছে যা অনেকের কাছেই অজানা। যদি শেষ মুহূর্তে আপনি আপনার যাত্রার পরিকল্পনা বাতিল করেন, তাহলে আপনার কনফার্ম হওয়া ট্রেনের টিকিট ক্যানসেলের বদলে অন্য কোনও যাত্রীকে হস্তান্তর করতে পারেন। সেক্ষেত্রে টিকিট (Ticket) অন্য যাত্রীকে হস্তান্তর করলে দিতে হবে না ক্যান্সলেশন ফি।

Ticket transfer in Indian Railways

 

নির্দিষ্ট সময় অনুযায়ী টিকিট বাতিল করলে রেল কর্তৃপক্ষ আপনার ভাড়া থেকে ক্যান্সলেশন ফি কেটে নেয়। তবে আপনার কনফার্ম হওয়া টিকিট যদি আপনার বন্ধু বা অন্য আত্মীয়দের ট্রান্সফার করেন তাহলে সেই ফি দিতে হয় না। বলে রাখা ভালো শুধুমাত্র কনফার্ম হওয়া ট্রেনের টিকিটই হস্তান্তরযোগ্য। ওয়েটিং বা আরএসি টিকিট হস্তান্তর বা ট্রান্সফার করা সম্ভব না।

আরও পড়ুন : আজকের রাশিফল ৭ এপ্রিল, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

ট্রেনের টিকিট হস্তান্তর বা ট্রান্সফার (Ticket Transfer) করার জন্য প্রয়োজন হবে টিকিটের প্রিন্ট আউট ও যার নামে হস্তান্তর করবেন তার পরিচয় পত্র। এই দুটি জিনিস জমা করতে হবে রেলের কাউন্টারে। তাহলে সহজেই আপনার কনফার্ম হওয়া ট্রেনের টিকিট হস্তান্তর হয়ে যাবে অন্য যাত্রীর নামে। প্রসঙ্গত, রেলের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র পরিবারের সদস্যদের মধ্যেই টিকিট ট্রান্সফার করা সম্ভব। আপনি টিকিট ট্রান্সফার করতে পারবেন আপনার  মা-বাবা, ভাই-বোন বা পুত্র-কন্যার নামে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X