ভাইরাল ভিডিও: বাঘের রাস্তা আটকে বসে ইয়া পাইথন, ভয়ে রাস্তা ছেড়ে জঙ্গলে পালাল বাঘ

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে বাঘের (tiger) সঙ্গে বিশালাকার পাইথনের (python) মুখোমুখি সাক্ষাৎ। বনের আইন অনুযায়ী যে সবথেকে বেশি শক্তিশালী বনে তারই রাজ চলে। কিন্তু এক্ষেত্রে কেউই কারওর থেকে কম যায় না। উপরন্তু সাপেদের একটু তোয়াজ করেই চলে বনের পশুরা। তার ওপর খোদ পাইথন!
ভিডিওতে দেখা যাচ্ছে বাঘের সামনে বনের রাস্তা আটকে বসে রয়েছে এক ইয়া বড় পাইথন। সাপটিকে দেখে বেশ থতমত খেয়ে গিয়েছে বাঘও। ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করে বাঘ। কিন্তু হঠাৎ পাইথনের ‘ফোঁস’ শুনে রণে ভঙ্গ দেয় সে।

IMG 20200722 194302
দেখা যায় রাস্তা ছেড়ে ধীরে ধীরে পাশের জঙ্গলে ঢুকে যায বাঘটি। ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা। কর্ণাটকের নগরহোল জাতীয় উদ‍্যান ও ব‍্যাঘ্রপ্রকল্পের অরণ‍্যে শারাথ আব্রাহাম নামে এক ব‍্যক্তি তুলেছেন এই ভিডিও।

ভিডিওটি বেশ পুরনো হলেও তা নতুন করে ভাইরাল হয়েছে। নেটিজেনরাও নানা রকম মন্তব‍্য করছেন। তবে অনেকেই সরব হয়েছেন বাঘের সপক্ষে। একজন লিখেছেন, বাঘের সামনে কিছুই করার থাকত না পাইথনের। বাঘটির সম্ভবত পেট ভর্তি ছিল তাই সে চলে যায়‌।


Niranjana Nag

সম্পর্কিত খবর