সামলাতে পারলেন না ‘হট’ গার্লফ্রেন্ড! ছয় বছর পর আলাদা হয়ে গেলেন টাইগার শ্রফ-দিশা পাটানি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সবথেকে চর্চিত জুটিগুলির মধ‍্যে অন‍্যতম ছিল টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পাটানি (Disha Patani)। ছিল, কারণ এখন আর সম্পর্কে নেই দুজনে। বলিউডের অন্দরে জোর গুঞ্জন, ইন্ডাস্ট্রির এই ‘হট অ্যান্ড হ‍্যাপেনিং’ জুটির মধ‍্যে আর প্রেম অবশিষ্ট নেই। অনেকদিন আগেই পথ আলাদা হয়ে গিয়েছে দুজনের।

বলিউডের সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, গত ছয় মাস ধরে কোনো যোগাযোগ নেই টাইগার দিশার। দেখা সাক্ষাৎও করছেন না তাঁরা। যদিও দুজনের পথ আলাদা হয়ে যাওয়ার কারণ এখনো প্রকাশ‍্যে আসেনি। তবে খবর বলছে, দুই তারকাই এখন সিঙ্গল জীবন কাটাচ্ছেন।


টাইগারের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, বিচ্ছেদের ব‍্যাপারে নিজের ঘনিষ্ঠ মহলেও জানাননি অভিনেতা। তাঁর বন্ধুবান্ধবরাও সম্প্রতি জানতে পেরেছেন এ ব‍্যাপারে। দীর্ঘ ছয় বছরের সম্পর্ক দুজনের। কিন্তু অদ্ভূত ভাবে এতদিনের প্রেম ভেঙে যাওয়ার পরেও নাকি খুব একটা প্রভাব পড়েনি টাইগারের মনে। নিজের কাজ নিয়েই ব‍্যস্ত রয়েছেন অভিনেতা।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা তাঁরা করেননি নেটমাধ‍্যমে। কিন্তু একে অপরের ছবিতে তাঁদের কমেন্ট, প্রকাশ‍্যে একসঙ্গে রেস্তোরাঁয় যাওয়া, সময় কাটানো সম্পূর্ণ অন‍্য কথা বলত। সূত্রের খবর বলছে, ছয় মাস আগে টাইগার দিশার বিচ্ছেদ হয়ে গিয়েছে। অথচ সম্প্রতি অভিনেতাকে নিজের অনুপ্রেরণা বলে দাবি করেন তিনি।


দিশা জানান, আজ তিনি যতটা যা কিছু করতে পেরেছেন সবটা টাইগার আর তাঁর টিমের জন‍্যই। তাঁর মার্শাল আর্টস শেখার ইচ্ছা ছিল। টাইগারের টিমের দৌলতেই শিখতে পেরেছেন দিশা। টাইগারকে দেখেই নাকি তিনি নিয়মানুবর্তিতা শিখেছেন তিনি।

সম্পর্কিত খবর

X