দেনার দায়ে বন্ধক রাখতে হয়েছিল বাড়ি, অভিনয়ে পা রেখেই মাকে নতুন বাড়ি কিনে দিয়েছিলেন টাইগার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের খ‍্যাতনামা তারকা সন্তানদের মধ‍্যে অন‍্যতম টাইগার শ্রফ (Tiger Shroff)। এখন বেশ জনপ্রিয় হলেও তাঁর কেরিয়ারের শুরুটা কিন্তু খুব একটা ভাল হয়নি। বাবা জ‍্যাকি শ্রফ প্রথম সারির অভিনেতা হলেও অভিনয়ের ক্ষেত্রে এখনো দর্শকদের কাছে প্রিয় হতে পারেননি টাইগার। তবে চেষ্টা ঠিকই চালিয়ে যাচ্ছেন তিনি।

টাইগারের এমন হার না মানা মনোভাব কিন্তু নতুন নয়। তিনি অভিনয়ে পা রাখার আগে থেকেই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। পরিবারের ঘোর দুঃসময়ে তিনিই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সবার। ছেলের কথা গর্ব করে বলেছিলেন মা আয়েশা শ্রফ।


কফি উইথ করনে এসে একবার নিজেদের পরিবারের দুঃসময়ের কথা জানিয়েছিলেন আয়েশা।যথেষ্ট সফল অভিনেতা হওয়া সত্ত্বেও একটা সময় চরম আর্থিক সঙ্কটে পড়েছিলেন জ‍্যাকি। এমনকি পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে বাড়ির আসবাবপত্র পর্যন্ত বিক্রি করতে হয়েছিল তাঁকে। ছোট্ট টাইগারকে নিয়ে পথে বসার উপক্রম হয়েছিল অভিনেতার।

‘বুম’ ছবিটির প্রযোজনা করেছিলেন জ‍্যাকি স্ত্রী আয়েশা। এই ছবির মাধ‍্যমেই বলিউডে পা রাখেন ক‍্যাটরিনা কাইফ। ছবিতে অমিতাভ বচ্চনও ছিলেন। কিন্তু বক্স অফিসে ভরাডুবি হয় ছবিটির। চূড়ান্ত ফ্লপ হয়েছিল বুম। এর ফলে শ্রফ পরিবারের উপরে নেমে আসে দুর্ভোগ।

টাকা যোগাতে বাড়ির সব আসবাব বেচে দিয়েছিলেন জ‍্যাকি। টাইগার জানিয়েছিলেন, এতটাই খারাপ সময় ছিল যে শোওয়ার জন‍্য বিছানা ছিল না। বিছানাও বিক্রি করে দিয়েছিলেন জ‍্যাকি। মাটিতেই শুতেন সবাই। সেই সময় টাইগারের বয়স ছিল মাত্র ১১ বছর।

নিজেদের বাড়ি বন্ধক রেখে ছবি রিলিজ করেছিলেন আয়েশা। টাইগার অভিনয়ে পা রাখার পরেই মাকে বলেছিলেন, সেই বাড়ি তিনি আবার ফিরিয়ে দেবেন। সেটা আর সম্ভব হয়নি ঠিকই, কিন্তু নিজের পারিশ্রমিকে নতুন বাড়ি কিনে দিয়েছিলেন টাইগার।

X