বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বের পাশাপাশি ভারতেও থাবা বসিয়েছে মহামারি করোনা। অন্যান্য দেশের মতই ভারতেও চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। ১৩০ কোটি মানুষের দেশ ভারত এই মুহুর্তে ব্যাপক চিকিৎসা সরঞ্জামের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবার সেই সংকট সময়ে ভারতের পাশে এসে দাড়াল সামাজিক মাধ্যম টিকটক।
বুধবার টিকটক জানিয়েছে, ভারতে ছড়িয়ে পড়া করোনা মহামারি আটকাতে চিকিত্সক এবং অন্যান্য চিকিত্সা পেশাদারদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার মূল্যের ৪০০,০০০ মেডিকেল প্রোটেকটিভ স্যুট এবং ২০০,০০০ মাস্ক দান করেছেন তারা।
বিবৃতিতে সামাজিক মাধ্যম সংস্থাটি জানিয়েছে, “ভারত সরকার ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণে রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই অনুদানের মাধ্যমে আমরা এই প্রচেষ্টায় অবদান রাখতে চাই। কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রকের সহায়তায় এই প্রয়োজনীয় গিয়ার, যা নির্ধারিত মান এবং নির্দেশিকাগুলি পূরণ করে, ভারত সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হাতে হস্তান্তর করা হচ্ছে, “।
মুখোশগুলি ব্লক লেভেল ও স্টেট লেভেল চিকিত্সা কর্মীদের সরবরাহ করা হবে এবং দিল্লি এবং মহারাষ্ট্র সরকারের হাতে দেওয়া হবে।
কিছুদিন আগেই, মোবাইল ফোন প্রস্তুত কারক সংস্থা শাওমি রাজ্য সরকারগুলিকে লক্ষ লক্ষ N95 মাস্ক দান করার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি, সংস্থাটি 15 কোটি টাকা অর্থ সাহা্য্যের প্রতিশ্রুতি দিয়েছে ভারতকে। জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারতে মোট করোনভাইরাস মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১7637, যার ফলে ৩৮ জন মারা গেছে। এ পর্যন্ত মোট ১৩২ জন রোগী নিরাময় ও অব্যাহতি পেয়েছে